ব্ৰেকিং নিউজ
শিলঙে সুইপার কলোনির সমস্যা মেটাতে রেকর্ড চাইল এইচএলসি
শিলং: বিক্ষোভকারীরা শিলঙের লিউ মাওলং এলাকা থেকে হরিজনদের সরানোর দাবি নিয়ে সৃষ্টি অবাঞ্ছিত পরিস্থিতির অবসানে মেঘালয় সরকারের গঠিত উচ্চস্তরীয় কমিটি(এইচএলসি)বৃহস্পতিবার প্ৰথম দফা বৈঠকে বসে। সরকারের কাছে সুপারিশ পেশ করার আগে কমিটি সংশ্লিষ্ট বিভাগের কাছে সব নথি চাওয়ার সিদ্ধান্ত নেয়।