শিলচর বিমান বন্দরে আটক তৃণমূলের প্ৰতিনিধিরা

শিলচর বিমান বন্দরে আটক তৃণমূলের প্ৰতিনিধিরা
Published on

গুয়হাটিঃ তৃণমূল কংগ্ৰেসের আঠজনের একটি প্ৰতিনিধি দলকে আজ শিলচর বিমান বন্দরে আটক করা হয়। এনআরসির সম্পূর্ণ খসড়া প্ৰকাশের পর অসমের বাঙালি অধ্যুষিত শিলচরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এসেছেন এঁরা। দলে ৬ জন সাংসদ ও ২ জন বিধায়ক রয়েছেন। শিলচর বিমান বন্দরে পৌঁছার পর প্ৰতিনিধি দলটি ভিআইপি একজিট দিয়ে বেরোতে গেলে সিআইএসএফ কর্মীরা তাদের আটকায়। এর প্ৰেক্ষিতে বিমানবন্দরেই ধরনায় বসে পড়েন তাঁরা।

‘আমাদের প্ৰতিনিধিদের শিলচর বিমানবন্দরে আটকে রাখা হয়েছে। মানুষের সঙ্গে মেশার গণতান্ত্ৰিক অধিকার রয়েছে আমাদের। এটা চরম জরুরিকালীন অবস্থার মতোই পরিস্থিতি। কি ঘটছে? যদি ১৪৪ ধারা জারি হয়ে থাকে তাহলে বিজ্ঞপ্তি কোথায়? এটা একটা বাজে পরিস্থিতি। মানুষ সন্ত্ৰস্ত এবং আমরা চাইছি মানুষের পাশে দাঁড়াতে’-বলেন তৃণমূল নেতা তথা সাংসদ ডেরেক ওব্ৰায়েন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com