
শোণিতপুরের রাঙাপাড়ায় বুনো হাতির আক্ৰমণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। একপাল বুনো হাতি রবিবার রাতে খাদ্যের খোঁজে বনাঞ্চল থেকে বেরিয়ে হানা দেয় জনাঞ্চলে। হাতির পালটি রাঙাপাড়ার হাতিবারি চা বাগান এলাকায় ঢুকে চারটি বাড়ি ভেঙে ঘরের সমস্ত সামগ্ৰী লণ্ডভণ্ড করে। ঘরের ভিতরে মজুত করে রাখা খাদ্য সামগ্ৰীও নষ্ট করে হাতিরা। তবে ওই বাড়িগুলিতে বসবাসকারী লোকেরা কোনও ক্ৰমে পালিয়ে প্ৰাণ রক্ষা করেন। বাগান এলাকার মানুষ হাতির ভয়ে এখন জেগে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।