
জঙ্গিরা শুক্ৰবার শ্ৰীনগরে অতর্কিত হামলা চালালে ন্যাশনাল কনফারেন্স দলের দুই কর্মী নাজির ভাট এবং মুস্তাক ওয়ানি নিহত হন। দলের আরও একজন কর্মী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্ৰীনগর শহরের প্ৰাণকেন্দ্ৰে জঙ্গিদের এই আক্ৰমণের কঠোর ভাষায় নিন্দা করেছেন প্ৰথম দুটো রাজনৈতিক দল জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্ৰ্যাটিক দলের নেতা যথাক্ৰমে ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি।
আবদুল্লা এক টুইটে বলেছেন,‘জঙ্গিরা আমার দলের তিন কর্মীকে যে ভাবে খুন করেছে তার নিন্দা করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না’। নিরপত্তা বাহিনী সূত্ৰে বলা হয়েছে,জঙ্গিরা খুব কাছে থেকে গুলি করেই দলীয় কর্মীদের হত্যা করেছে এবং এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে এই তিন রাজনৈতিক দলের কর্মীকে হত্যা করা হয়েছে যখন কাশ্মীরে পুরসভা ভোটের প্ৰথম পর্ব শুরু হতে যাচ্ছে। কাশ্মীরে কারফালি মহল এলাকায় ঘটনাটি ঘটে।