সংস্কৃতি রক্ষার পূর্ণ অধিকার পেলে চিনের অংশ হতে রাজি তিব্বতিরাঃ দলাই লামা

সংস্কৃতি রক্ষার পূর্ণ অধিকার পেলে চিনের অংশ হতে রাজি তিব্বতিরাঃ দলাই লামা
Published on

বেঙ্গালুরুঃ তিব্বতিরা চিনের অংশ হতে তৈরি আছেন যদি তাদের সংস্কৃতি রক্ষার অধিকারের পূর্ণ নিশ্চয়তা পান। তিব্বতের ধর্মীয় নেতা দলাই লামা শুক্ৰবার একথা বলেন।

‘তিব্বতিরা স্বাধীনতার কথা বলেছেন না। আমরা প্ৰস্তুত চিন গণ প্ৰজাতন্ত্ৰের সঙ্গে থাকতে যদি আমরা আমাদের সংস্কৃতি রক্ষার পূর্ণ অধিকার পাই’-শুক্ৰবার থ্যাঙ্ক ইউ কর্নাটক ইভেন্টে’ কথাগুলি বলেন ৮৩ বছর বয়সী এই আধ্যাত্মিক নেতা। সেণ্ট্ৰাল তিবেতিয়ান অ্যাডমিনিস্ট্ৰেশন(সিটিএ)এই অনুষ্ঠানের আয়োজন করে। ভারতে থাকা তিব্বতি সম্প্ৰদায়ের মানুষ এদেশে নির্বাসনে থাকা ৬০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে। ‘চিনের বহু নাগরিক এখন বৌদ্ধ ধর্মের প্ৰতি আকৃষ্ট হছেন এবং এটাকে তাঁরা বিজ্ঞানসম্মত বলে বিবেচনা করছেন’-বলেন নোবেল জয়ী দলাই লামা। চিনা শাসনের বিরুদ্ধে প্ৰতিরোধ গড়ে তুলতে ব্যর্থতার পর ১৯৫৯ সালে দলাই লামা ভারতে পালিয়ে আসেন।

১০৫০ সালে চিন তিব্বত কব্জা করে। যার পরিণতিতে সাধু সন্ন্যাসী সহ সহস্ৰাধিক তিব্বতি পাহাড়ি দেশ থেকে ভারতে পালিয়ে এসে শরণার্থী হিসেবে বসবাস করতে শুরু করেন। ওই সময় থেকেই এক লক্ষের বেশি তিব্বতির গৃহভূমি হয়ে পড়ে ভারত এবং এদের অধিকাংশই কর্নাটক,হিমাচল প্ৰদেশ ও অন্যান্য রাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com