সিটিবাসে মহিলাদের প্ৰতি অশ্লীল ইঙ্গিত করে যুবক গ্ৰেপ্তার

সিটিবাসে মহিলাদের প্ৰতি অশ্লীল ইঙ্গিত করে যুবক গ্ৰেপ্তার
Published on

গুয়াহাটিঃ চলন্ত সিটিবাসে অশ্লীল ইঙ্গিত করায় দুই মহিলা জনসংযোগ আধিকারিক হাতেনাতে ধরে ফেলেন এক যুবককে। পল্টনবাজার পুলিশ যুবকটিকে গ্ৰেপ্তার করেছে। আজ দুপুর ১-২০ মিনিট নাগাদ সিটিবাসটি ভঙাগড় থেকে ফ্যান্সিবাজার অভিমুখে যাচ্ছিল। ধৃত যুবকটিকে আব্দুল আলি নামে শনাক্ত করা হয়েছে। বাড়ি ওদালগুড়ি জেলার কলাইগাঁওয়ে। জনসংযোগের একজন মহিলা কর্মী এফআইআরে উল্লেখ করেছেন,চলন্ত সিটিবাসে লোকটি তার ইন্দ্ৰিয় বের করে অশ্লীল ইঙ্গিত করছিল। মহিলা দ্বয় বাসের মধ্যেই লোকটিকে চড়,থাপ্পড় দেওয়া ছাড়াও জুতোপেটাও করেন। যুবকটি তার ভুলের জন্য ক্ষমা চাইলেও বাসের অন্যান্য আরোহীরাও তাকে ধোলাই দেন।

মহিলা দ্বয় অভিযোগ করেছেন এধরনের কার্যকলাপের জন্যই দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই দুজন মহিলা বাসে চেপেছিলেন ক্ৰিস্টানবস্তি স্টপেজ থেকে।

ওদিকে পল্টন বাজার থানার ওসি ধরণী বর্মন সেন্টিনেল ডিজিটালকে বলেন,‘জনসংযোগের দুই মহিলা কর্মীর লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা লোকটিকে গ্ৰেপ্তার করেছি। এব্যাপারে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪(এ)১(১)/৫০৯ ধারায় ১১৪২/১৮ নম্বরে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। উল্লেখ্য,এধরনের ঘটনায় তিন বছর জেল অথবা জরিমানা কিংবা দুটো সাজাই হতে পারে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com