ব্ৰেকিং নিউজ
সিবিএসই-র দ্বাদশ শ্ৰেণির পরীক্ষার ফল ঘোষিত,উত্তীর্ণের হার ৮৩.৪ শতাংশ
গুয়াহাটিঃ সেণ্ট্ৰাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের(সিবিএসই)দ্বাদশ শ্ৰেণির চূড়ান্ত পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়েছে। পাসের হার ৮৩.৪ শতাংশ। অফিশিয়াল ওয়েবসাইট cbse.nic.in-এ ফলাফল দেখা যাবে।
সর্বোচ্চ সংখ্যক ৯৮.২ শতাংশ ছাত্ৰছাত্ৰী উত্তীর্ণ হয়েছে তিরুবনন্তপুরমে,যা এক রেকর্ড। চেন্নাইয়ে পাসের রেকর্ড হচ্ছে ৯২.৯৩ শতাংশ। দিল্লিতে পাসের হার ৯১.৮৭ শতাংশ।
এসএমএস সেবার মাধ্যমেও ফলাফল জানতে পারা যাবে। ছাত্ৰছাত্ৰীরা ৭৭৩৮২-৯৯৮৯৯ এই নম্বরে SMS-cbse12<roolno>schno><center no> পাঠিয়ে উমাং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। বোর্ড ডিজিলকারে digilocker.gov.in-এ ১২ ক্লাসের ডিজিটেল মার্কশিট দেওয়ার ব্যবস্থা করেছে।