সুস্থ,ফুটফুটে পুত্ৰ সন্তানের জন্ম দিলেন টেনিস তারকা সানিয়া মির্জা

সুস্থ,ফুটফুটে পুত্ৰ সন্তানের জন্ম দিলেন টেনিস তারকা সানিয়া মির্জা
Published on

গুয়াহাটিঃ টেনিস তারকা সানিয়া মির্জা মঙ্গলবার একটি সুস্থ পুত্ৰ সন্তানের জন্ম দিয়েছেন। ফুটফুটে সুন্দর শিশু পুত্ৰটি জীবনে আসায় সোয়েব-সানিয়া দুজনেই খুশিতে উৎফুল্লিত। সুখী এবং গর্বিত পিতা হিসেবে সোয়েব টুইটারে বলেছেন,এই নতুন মাইলস্টোন জীবনে আসায় একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তাঁদের। মন ভরে গেছে আনন্দ,উচ্ছ্বাসে। আমরা শিশু মির্জা মালিকের জন্যই অপেক্ষায় ছিলাম-টুইটে বলেন সোয়েব।

নবজাতক ও তার মা সম্পূর্ণ সুস্থ বলে নিশ্চিত খবর জানিয়ে সোয়েব মালিকের ম্যানেজার এবং এজেন্ট আমিন হক টুইট করেন শিশু এবং মা সম্পূর্ণ সুস্থ রয়েছে। ‘সদ্য মা হওয়া সানিয়ার মুখে দেখা যাচ্ছে হাসি-খুশির ঝলক। আর সোয়েব যেন চাঁদের বুকে ভেসে বেড়াচ্ছেন। ক্ৰীড়া জগতের এই দুই তারকা বন্ধু বান্ধব,ফ্যানস এবং শুভাকাঙ্খীদের মুখে আনন্দের হাসি এনে দিয়েছেন’। সানিয়ার বন্ধু ফারহা খান কুন্দের তাঁর অফিসিয়াল ইনস্টাগ্ৰাম অ্যাকাউন্টে বলেছেন,আমার প্ৰিয় বান্ধবী মা হলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com