ব্ৰেকিং নিউজ
তেজপুরে সেন্ট ডনবস্কের প্ৰতিমূর্তিতে দুষ্কৃতী হামলা
তেজপুরের ডনবস্ক স্কুলে এক অঘটন ঘটেছে। শহরের বিশপ হাউসের সামনে থাকা সেন্ট ডনবস্কোর প্ৰতিমূর্তিতে দুর্বৃত্তরা হামলা চালানোর ঘটনায় সারা শহরে চাঞ্চল্য দেখা দেয়। বিদ্যালয় চত্বরে থাকা ডনবস্কের প্ৰতিমূর্তিটি অজ্ঞাত দুর্বৃত্তরা ভেঙে চুরমার করে। ঘটনা সংক্ৰান্তে বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই থানায় এজাহার দিয়েছেন। পুলিশ দুর্বৃত্তের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্ৰেপ্তার করতে পারেনি।