সড়ক দুর্ঘটনায় নিহত টিডিপি নেতা নন্দমুরি হরিকৃষ্ণ

সড়ক দুর্ঘটনায় নিহত টিডিপি নেতা নন্দমুরি হরিকৃষ্ণ
Published on

হায়দরাবাদঃ অভিনেতা থেকে রাজনীতিতে আসা তেলগু দেশম পার্টির(টিডিপি)নেতা নন্দমুরি হরিকৃষ্ণ আজ সকালে তেলেঙ্গানার নালগোন্ডা জেলার নারকেটপল্লির কাছে আন্নাপার্থীতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। অন্ধ্ৰপ্ৰদেশের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা টিডিপি-র প্ৰতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের পুত্ৰ নন্দমুরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। প্ৰচার মাধ্যমের খবর অনুযায়ী,নন্দমুরি একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হায়দরাবাদ থেকে অন্ধ্ৰপ্ৰদেশের নেলোরে যাচ্ছিলেন। তাঁর গাড়িটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

নালগোন্ডার পুলিশ সুপার এ ভি রঙ্গনাথ বলেন,সংকটজনক অবস্থায় নন্দমুরিকে নারকেটপল্লির কারমিনেনি হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্তা আরও বলেন,নন্দমুরি গায়ে তার সিটবেল্টটিও বাঁধেননি। ফলে দুটো গাড়ির সংঘর্ষে নন্দমুরি গাড়ি থেকে বাইরে ছিটকে পড়েন। খবর পেয়ে তার দুই ছেলে জুনিয়র এনটিআর ও নন্দমুরি কল্যাণারম হাসপাতালে ছুটে যান। রাজনীতিতে আসার আগে নন্দমুরি অনেক তেলগু ছবিতে অভিনয় করেছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com