
হাওড়ার সান্ত্ৰাগাজি জংশনের ফুটব্ৰিজে অত্যধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে দুজন মারা গেছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষেও ১২ জন। কম ও গুরুতর আঘাত প্ৰাপ্তদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই ঘটনাস্থলে ছুটে গেছে। মুখ্যমন্ত্ৰী মৃতের ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য একলক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করেন।
পদপিষ্ট হওয়ার ঘটনা সম্পর্কে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্ৰী ব্যানার্জি বলেন,এই ঘটনায় দুজন মারা গেছেন। ঘটনার তদন্ত হওয়া উচিত। ‘আমি মনে করি এই ঘটনার জন্য রেলের কিছু অবহেলা রয়েছে। রেলের বিরুদ্ধে মুখ খুলে মমতা ঘটনার তদন্ত করতে বলেন। এমন দুর্ঘটনার জন্য কে দায়’?
দশেরার দিন অমৃতসরের ভয়াবহ ঘটনার প্ৰসঙ্গ উত্থাপন করে বাংলার মুখ্যমন্ত্ৰী আরও বলেন,‘রেলে বর্তমানে যোগাযোগের ক্ষেত্ৰে একটা ফাঁক দেখা যাচ্ছে। বলেন,আমি একসময় রেলমন্ত্ৰী ছিলাম,মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কোনও আপস চলে না। তাই রেলের ফাঁকফোকরগুলির অচিরেই সমাধান করা উচিত। তিনি বলেন,দেশের জীবন রেখা হচ্ছে রেলওয়ে। কিছুদিন আগে অমৃতসরে ট্ৰেনের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন অনেক মানুষ। এর জন্য দায়ী কে?
হাওড়া স্টেশনে আজ আচমকা ভিড়ের ঠেলায় পদপিষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যুতে শোক প্ৰকাশ করেন মমতা। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন,‘রেলওয়ে নিজস্বভাবে তাদের তদন্ত করুক। অমৃতসরে কি ঘটে গেল। দেশে কি ঘটছে। আমি রেলকে দোষারোপ করছি না তবে তারা নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না’। ‘আমরা আমাদের তদন্ত নিজস্বভাবে করবো। আমরা মৃতের পরিবার,আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছি। বিষয়টি তদন্তও করবো’।