
যোরহাট জেলার টিয়কের জাজিমুখে হাতি তাড়াতে গিয়ে প্ৰাণ হারালেন একজন বনকর্মী। এই ঘটনায় সারা জেলায় শোকের ছায়া নেমে আসে। বন্যাক্ৰান্ত জাজিমুখের মাজর চাপরিতে হাতি তাড়াতে গিয়ে শূন্যে গুলি চালানোর সময় দুর্ঘটনাবশত সতীর্থের গুলিতে বিদ্ধ হয়ে অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করতে হয় বন কর্মীটিকে।
জানা গিয়েছে,বুধবার রাত প্ৰায় ১১.৩০ নাগাদ জঙ্গল থেকে একপাল হাতি বেরিয়ে আসার খবর পেয়ে যোরহাট বন ডিভিশনের ছয়জনের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ওই পালে ১২০টির মতো হাতি ছিল। বন কর্মীর দলটি স্থানীয় মানুষের সহযোগিতায় হাতির পালকে বনে ফেরত পাঠানোর চেষ্টা চালান। কিন্তু পালকে ওখান থেকে নড়াতে না পেরে বনকর্মীরা শূন্যে গুলি চালাতে শুরু করেন। ওই সময় অতর্কিত হাতির পালটি পাল্টা তেড়ে আসায় দুর্ঘটনাবশত কোনও একজন সতীর্থের গুলি এসে লাগে বনকর্মী হেমন্ত তামুলির শরীরে। এই ঘটনার পরপরই স্থানীয় মানুষ ও সতীর্থ বন কর্মীরা তামুলিকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন যদিও দুর্গম অঞ্চলের জন্য মাঝ পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তামুলি। উল্লেখ্য,বন কর্মী হেমন্ত তামুলির বাড়ি যোরহাট জেলার গজপুরিয়ায় বলে জানা গেছে।