হিমা দাসকে ১ কোটি ৬০ লক্ষ টাকা পুসস্কার দিচ্ছে রাজ্য সরকার

হিমা দাসকে ১ কোটি ৬০ লক্ষ টাকা পুসস্কার দিচ্ছে রাজ্য সরকার
Published on

এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে হ্যাটট্ৰিক করা অসমের সোনার মেয়ে হিমা দাসকে ১ কোটি ৬০ লক্ষ টাকার পুরস্কার হিসেবে দেওয়া হবে। এই পুরস্কারের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। আগামি ৭ সেপ্টেম্বর গুয়াহাটিতে রাজ্য মর্যাদায় হিমাকে স্বাগত জানাবে রাজ্য তথা অসম সরকার। সংবর্ধনা পর্ব অনুষ্ঠিত হবে মহানগরীর পাঞ্জাবারি স্থিত শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰে। হিমা আজই দেশে ফিরছেন। আগামিকাল প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন হিমা। ইন্দোনেশিয়ার জাকার্তায় সদ্য সমাপ্ত অষ্টাদশ এশিয়ান গেমসে হিমা ৪*৪০০ মিটার রিলেতে ভারতীয় মহিলাদলের নেতৃত্ব দিয়ে সোনা জেতেন। এছাড়াও ব্যক্তিগতভাবে আরও দুটো রুপো জিতে অসম তথা দেশের জন্য গৌরব কুড়িয়ে আনেন অসম কন্যা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com