১১ জানুয়ারি ২৪ ঘণ্টা অসম বনধ ডাকল উপজাতি সংগঠন

১১ জানুয়ারি ২৪ ঘণ্টা অসম বনধ ডাকল উপজাতি সংগঠন
Published on

গুয়াহাটিঃ অসমের ছটি জনগোষ্ঠীকে তফশিলি উপজাতির মর্যাদা দিতে কেন্দ্ৰীয় সরকার তফশিলি উপজাতি বিল ২০১৯ আনার যে প্ৰস্তাব রেখেছে তার বিরুদ্ধে প্ৰতিবাদ জানাতে উপজাতি সংগঠনের সমন্বয় কমিটি আগামিকাল ২৪ ঘণ্টা অসম বনধের ডাক দিয়েছে। নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ নিয়ে রাজ্যে ইতিমধ্যেই ক্ষোভের আগুন জ্বলছে।

ঠিক সেই সময় রাজ্যের ছটি জনগোষ্ঠীকে তফশিলি উপজাতির মর্যাদা দেওয়ার ব্যাপারে কেন্দ্ৰের বিল আনার প্ৰস্তাব রাজ্যের অন্যান্য উপজাতি জনগোষ্ঠীকে তাতিয়ে তুলেছে। এই সম্প্ৰদায়ের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। বিলের প্ৰতিবাদে অসম ও উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার সময় কেন্দ্ৰীয় সরকার রাজ্যের ৬টি জনগোষ্ঠীকে তফশিলি উপজাতির মর্যাদা দিয়ে স্থানীয় মানুষকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এরফলে রাজ্যের পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। এর কারণ স্থানীয় উপজাতি সংগঠনগুলি ওই ৬ জনগোষ্ঠীকে তফশিলি উপজাতির মর্যাদা দেওয়ার প্ৰস্তাবের প্ৰতিবাদে সোচ্চার হয়ে উঠেছে।

উপজাতি সংগঠনের ডাকা এই বনধ আগামিকাল সকাল ৫টায় শুরু হয়ে টানা ২৪ ঘণ্টা চলবে। কেন্দ্ৰীয় সরকার রাজ্যের যে ৬টি জনগোষ্ঠীকে তফশিলি উপজাতির মর্যাদা দিতে চাইছে সেগুলি হলো আহোম,মটক,মরান,চুটিয়া,কোচ-রাজবংশী এবং আদিবাসী তথা চা সম্প্ৰদায়। উপজাতি সংগঠনটি এই অভিমত প্ৰকাশ করেছে,কেন্দ্ৰ ও রাজ্য সরকার রাজ্যের প্ৰকৃত উপজাতিদের বঞ্চিত করে ওই ৬ জনগোষ্ঠীকে তফশিলি উপজাতির মর্যাদা দেওয়ার চেষ্টা করছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com