২১ শতকের দীর্ঘতম পূর্ণগ্ৰাস চন্দ্ৰগ্ৰহণ ২৭ জুলাই

২১ শতকের দীর্ঘতম পূর্ণগ্ৰাস চন্দ্ৰগ্ৰহণ ২৭ জুলাই
Published on

কলকাতাঃ ২১ শতাব্দীতে দীর্ঘতম পূর্ণগ্ৰাস চন্দ্ৰগ্ৰহণ হচ্ছে আগামি ২৭ জুলাই। ভারতের সব স্থান থেকেই এই চন্দ্ৰগ্ৰহণ দেখা যাবে। গ্ৰহণের সময়কাল ১ ঘণ্টা ৪৩ মিনিট। এই গ্ৰহণ থেকে দর্শক ও বিজ্ঞানীরা একটা অদ্ভুত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। একথা জানান রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক,এমপি বিড়লা প্ল্যানেটরিয়াম কলকাতার ডিরেক্টর দেবীপ্ৰসাদ দুয়ারি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com