বলিউডের অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণ প্ৰয়াত

বলিউডের অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণ প্ৰয়াত
Published on

মুম্বইঃ বলিউডের প্ৰবীণ অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণ সোমবার এখানে মারা গেছেন। প্ৰয়াত বীরু দেবগণ বলিউড অভিনেতা অজয় দেবগণের বাবা। এখানকার একটি হাসপাতালে সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। হিম্মৎওয়ালা,মিঃইন্ডিয়া,খাতরো কি খিলাড়ি,ফুল আউর কান্টে,দিওয়ালি এবং লাল বাদশাহ ইত্যাদি অ্যাকশন ছবিগুলি পরিচালনা করেছিলেন তিনি।

১৯৯৯ সালে ‘হিন্দুস্তান কি কসম’ ছবিটিও তারই পরিচালিত। এই ছবিতে অজয় দেবগণ ও মেগাস্টার অমিতাভ বচ্চন অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্ৰ জগতের ব্যক্তিত্ব শাহরুখ খান,সঞ্জয় দত্ত,সানি দেউল,ববি দেউল সাজিদ খান,মহেশ ভাট প্ৰমুখরা প্ৰয়াত দেবগণের বাড়িতে গিয়ে তাঁর প্ৰতি শ্ৰদ্ধা জানান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com