আমার ছবি ‘রঙ্গিলা রাজা’-র মুক্তি নিয়ে চক্ৰান্ত চলছেঃ গোবিন্দা

আমার ছবি ‘রঙ্গিলা রাজা’-র মুক্তি নিয়ে চক্ৰান্ত চলছেঃ গোবিন্দা
Published on

বলিউড আভিনেতা গোবিন্দা অভিযোগ করেছেন ইন্ডাস্ট্ৰিতে এমন কিছু লোক রয়েছেন যারা তাঁর ‘রঙ্গিলা রাজা’ ছবিটির মুক্তিতে বাগড়া দিচ্ছে। গোবিন্দার আরও আভিযোগ ছবিটি যাতে কোনওভাবেই মুক্তি না পায় তার জন্য ওই সব ব্যক্তিরা ভেতরে ভেতরে পরিকল্পনা আঁটছে। সেণ্ট্ৰাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন(সিবিএফসি)ছবিটির মুক্তির কথা সরাসরি অস্বীকার করায় এবং ছবিতে ২০টি দৃশ্য কাটছাঁট করার কথা ঘোষণা করার পর শনিবার সন্ধ্যায় এক গণ সাক্ষাৎকারে কথাগুলি বলেন গোবিন্দা।

‘চলচ্চিত্ৰ ইন্ডাস্ট্ৰিতে গত নয় বছর ধরে চলচ্চিত্ৰ ব্যবসায় জড়িত কিছু ব্যক্তি বিশেষ আমার বিরুদ্ধে চক্ৰান্ত করে চলেছেন। কোনওভাবেই আমার ছবি মুক্তি না পাক তারা সমানে সেই চেষ্টাই করে যাচ্ছেন’। নিহালনির ‘ইলজাম’ ছবি দিয়েই অভিনয় শুরু করেছিলেন গোবিন্দা। এরপরও নিহালনির সঙ্গে গোবিন্দা ‘শোলা আউর শবনম’ এবং ‘আখে’ ছবিটি করেছেন। দুটো ছবিই সুপারহিট হয়েছিল।

ওদিকে নিহালনি দাবি করেছেন তাঁর ‘রঙ্গিলা রাজা’ ছবিটি একটা নিখুঁত পারিবারিক চিত্ৰ। অথচ ছবিটতে ব্যাপক হারে দৃশ্য কাটছাঁট করতে বলেছে সিবিএফসি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com