বিশ্বজুড়ে ত্ৰাস সৃষ্টিকারী মারণ জীবাণু করোনা ভাইরাসে আক্ৰান্ত হয়েছেন ব্ৰিটেনের স্বাস্থ্যমন্ত্ৰী স্বয়ং। চিনের উহানে প্ৰাদুর্ভাব ঘটা এই রোগ জীবাণুর সংক্ৰমণে ইতিমধ্যেই বিশ্বব্যাপী তিন সহস্ৰাধিক লোক প্ৰাণ হারিয়েছেন। আক্ৰান্তের সংখ্যাও লক্ষ ছাপিয়ে গেছে। চারদিকে এখন শুধু আতঙ্কের পরিবেশ। এমন সময়েই ব্ৰিটনের স্বাস্থ্যমন্ত্ৰী তথা কনজারভেটিভ দলের সাংসদ নাডাইন ডোরিস-এর শরীরে এই মারাত্মক ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তবে ব্ৰিটেনের এই মন্ত্ৰী নিজের বাড়িতে পৃথকভাবে থেকে সাবধানতা অবলম্বন করেছেন। টুইটারে একথা প্ৰকাশ করে মন্ত্ৰী ডোরিস বলেছেন,‘আমর আশু আরোগ্য কামনা করে যাঁরা বার্তা পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেকে নিয়ে ভাবছি না। চিন্তা হচ্ছে আমার ৮৪ বছর বয়স্ক বৃদ্ধা মাকে নিয়ে’।
উল্লেখ্য,ডোরিস হচ্ছেন করোনা ভাইরাসে আক্ৰান্ত ব্ৰিটেনের প্ৰথম রাজনীতিক। মন্ত্ৰী এই রোগে আক্ৰান্ত হওয়ার কথা প্ৰকাশ করেছেন ব্ৰিটেনের স্বাস্থ্য সচিব মট হেনক। এদিকে,ইজরায়েল সরকার সম্প্ৰতি দাবি করেছে যে দেশের একাংশ চিকিৎসা বিজ্ঞানী কিছুদিনের মধ্যই করোনা ভাইরাসের প্ৰতিষেধক উদ্ভাবন করতে সক্ষম হবেন। দেশের বিজ্ঞান ও প্ৰযুক্তি মন্ত্ৰকের অধীন ‘মিগাল’ শীর্ষক গবেষণা সংস্থার বিজ্ঞানীরা করোনা ভাইরাসের প্ৰতিষেধক উদ্ভাবনে ব্যস্ত রয়েছেন। একথা প্ৰকাশ করে দেশের বিজ্ঞান ও প্ৰযুক্তি দপ্তরের মন্ত্ৰী অফির আকুনিম বলেন,মিগালের মাধ্যমে কয়েক সপ্তাহের মধ্যেই করোনা ভাইরাসের প্ৰতিষেধক উদ্ভাবন করা যাবে বলে তিনি আশাবাদী।
এক্ষেত্ৰে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা প্ৰারম্ভিক পর্যায়ে সাফল্যও পেয়েছেন বলে মন্ত্ৰী উল্লেখ করেন। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতেও করোনা ভাইরাসে আক্ৰান্তের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। পরিস্থিতির প্ৰতি লক্ষ্য রেখে ভারতীয় চিকিৎসা পরিষদ দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে আক্ৰান্তদের শনাক্ত করতে ৫২টি পরীক্ষাকেন্দ্ৰ স্থাপন করেছে। তাছাড়া,দুটো পরীক্ষাগার ক্ৰমে দিল্লির সর্বভারতীয় আয়ুর বিজ্ঞান প্ৰতিষ্ঠান(এইমস)এবং অন্যটি রাষ্ট্ৰীয় রোগ নিয়ন্ত্ৰণ কেন্দ্ৰ এই রোগ নির্ণয়ে সাহায্য করছে। নতুন করে স্থাপিত পরীক্ষারগারগুলো নমুনা সংগ্ৰহে সাহায্য করছে। কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰকের সূত্ৰ প্ৰকাশ করেছে একথা। এই পরীক্ষাগারগুলোতে ৬ মার্চ পর্যন্ত ৩৪০৪ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ করোনা ভাইরাসের প্ৰাদুর্ভাবঃ চিনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬০
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: “Release Akhil Gogoi for his appropriate medical treatment”, agitated public demands in Jorhat