এশিয়ান গেমসে মহিলাদের হেপটাথলনে সোনা স্বপ্না বর্মনের

এশিয়ান গেমসে মহিলাদের হেপটাথলনে সোনা স্বপ্না বর্মনের
Published on

জাকার্তাঃ জাকার্তায় এশিয়ান গেমসে মহিলাদের হেপটাথলন ইভেন্টে এই প্ৰথমবার সোনা জিতলেন ভারতের স্বপ্না বর্মন। ২১ বছর বয়সী স্বপ্না ২ঃ২১.১৩ সময় নিয়ে ৮০০ মিটার দৌড় শেষ করেন। তার সংগৃহীত পয়েণ্ট ৬০২৬। একজন ভ্যান রিকশা চালকের কন্যা স্বপ্নার এই অসামান্য সাফল্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে খুশির বন্যা বয়ে যায়। স্বপ্নার সাফল্যে মাতোয়ারা জলপাইগুড়ির মানুষ পথে বেরিয়ে মিষ্টি বিলোতে শুরু করেন। স্বপ্নার ঘোষপাড়ার বাড়িতে ভিড় জমে যায়। স্বপ্নার মা বাসনা মেয়ের খেলা টিভিতে দেখেননি। দুপুর দুটো থেকে কালীমন্দিরে মাথা ঠুকছিলেন মেয়ের সাফল্য কামনায়। স্বপ্নাই ওই মন্দিরটা মাকে গড়ে দিয়েছে। স্বপ্নার বাবা পঞ্চানন বর্মন অসুস্থ হয়ে এখন শয্যাশায়ী। স্বপ্নার পক্ষে এটা সহজ কাজ ছিল না। আমরা ওর কোনও আশাই পূর্ণ করতে পারেননি। কিন্তু ও কোনদিন কোনও নালিশ করেনি-বলেন স্বপ্নার মা বাসনা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com