কাজান এরেনায় পোল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে জয়ী কলম্বিয়া

কাজান এরেনায় পোল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে জয়ী কলম্বিয়া
Published on

ওদিকে কাজান এরেনায় রবিবার রাতের ম্যাচে কলম্বিয়া ৩-০ গোলে পোল্যান্ডকে পরাস্ত করে। কলম্বিয়ার পক্ষে ওয়াই মিনা ম্যাচের ৪০ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন। পোল্যান্ড আক্ৰমণ জোরদার করা সত্ত্বেও গোল করার সমস্ত সুযোগ হাতছাড়া করে। ম্যাচে আগাগোড়াই কলম্বিয়ার আধিপত্য দেখা গেছে। প্ৰথমার্ধে এগিয়ে যাওয়া কলম্বিয়া ম্যাচের শেষ অবধি তাদের দাপট অব্যাহত রাখে। খেলার ৭০ মিনিটে আর ফেলকাওও দ্বিতীয় গোলটি করে কলম্বিয়ার ভিত মজবুত করে নেন। ম্যাচের ৭৫ মিনিটে কুয়াড্ৰাডো তৃতীয় গোল করার পর কলম্বিয়ার জয় নিশ্চিত হয় যায়। পোল্যান্ড পাল্লা দিয়ে চেষ্টা জারি রাখলে কলম্বিয়ার শক্তিশালী রক্ষণ ব্যূহ ভাঙতে পারেনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com