কোস্টারিকার সঙ্গে ২-২ গোলে ম্যাচ ড্ৰ করে সুইজারল্যান্ড দ্বিতীয় রাউন্ডে

কোস্টারিকার সঙ্গে ২-২ গোলে ম্যাচ ড্ৰ করে সুইজারল্যান্ড দ্বিতীয় রাউন্ডে
Published on

মস্কোর নিজনি নভগোরড স্টেডিয়ামে বুধবার সুইজারল্যান্ড বনাম কোস্টারিকার গ্ৰুপ-ই-র শেষ ম্যাচটি ২-২ গোলে ড্ৰ হয়। সুইজারল্যান্ডের বি ডিজেমাইলি ম্যাচের ৩১ মিনিটে প্ৰথম গোল করে দলকে এগিয়ে নেন। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে কোস্টারিকার পক্ষে গোল করে সমতা ফেরান কে ওয়াশটন। ৮৮ মিনিটে জে ড্ৰিমিক সুইজারল্যান্ডকে আরও ১টি গোল পাইয়ে দেন। দ্বিতীয়ার্ধের শেষার্ধে ইনজুরি টাইম ৯৩ মিনিটে সুইজারল্যান্ডের ডিফেন্ডার ওয়াই সোমের আত্মঘাতী গোল করে বসায় ম্যাচ ২-২ গোলে ড্ৰ হয়ে যায়। এই গ্ৰুপ থেকে সুইজারল্যান্ড প্ৰি-কোয়ার্টারে পৌছে গেল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com