বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানি,মাথা উঁচু করে ঘরমুখো হচ্ছে কোরিয়া

বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানি,মাথা উঁচু করে ঘরমুখো হচ্ছে কোরিয়া
Published on

বিশ্বকাপে অঘটন লেগেই আছে। বুধবার গ্ৰুপ পর্যায়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। জার্মানির মতো একটা সেরা দল এত সহজেই বিশ্বকাপ থেকে ঘরমুখো হবে,সেটা কল্পনারও অতীত। আসলে ফুটবলে ছোট-বড় বলে কিছুই নেই। দিনটা কাকে সঙ্গ দিচ্ছে সেটাই বড় হয়ে দাঁড়ায়। এশিয়া যে ফুটবল বিশ্বের একটা শক্তি হিসেবে উঠে আসছে,ইউরোপের বাঘা দল জার্মানিকে হারিয়েও দক্ষিণ কোরিয়াকে ঘরমুখো হতে হলো,তবে মাথা উঁচু করে। এদিন ম্যাচের প্ৰথমার্ধে জার্মানরা চেপে ধরে কোরিয়াকে। জার্মানির সব আক্ৰমণ রুখে দেয় কোরীয়রা। তবে সুযোগ পেলেই কোরীয় ফরোয়ার্ড লাইন দুরন্ত গতিতে আক্ৰমণ শানায় জার্মান রক্ষণে। কোরিয়ান ফরোয়ার্ড লাইন যে কোনও অংশ খাটো নয় তা এদিন কাজান এরেনার মাঠে তারা তা দেখিয়ে দিয়েছে। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত কোনও পক্ষই গোল করতে পারেনি। অঘটনটা ঘটে ম্যাচের ৯৩ মিনিটে ইনজুরি টাইমে। ওয়াই জি কিমের দেওয়া অসাধারণ গোলে ১-০ লিড পায় কোরিয়া। জার্মানদের এদিন জয় বা ড্ৰ কোনওটাই কাজে আসতো না। টিকে থাকার জন্য একমাত্ৰ জয়ই প্ৰয়োজন ছিল। ম্যাচের শেষ ভাগে জার্মান কিপার ম্যানুয়েল ন্যুয়ের পর্যন্ত পোস্ট ছেড়ে বেরিয়ে যান কোরীয় বক্সে। ওই সময় একটা পাস পেয়ে জার্মানদের ফাঁকা গোলে বল ঠেলে দেন কোরিয়ান ক্যাপ্টেন ইউ মিং সন। টনি ক্ৰুজ,টমাস মুলার,ম্যাট হুমেলসরা এদিন একের পর এক ব্যর্থতার ছাপ রাখেন। কোরীয় কিপার জো হুয়েন ও-র তারিফ না করে পারা যায় না। অসামান্য দক্ষতার সঙ্গে জার্মান আক্ৰমণ ভেস্তে দেন তিনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com