ভূমিকম্প, সুনামিতে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৮৩২

ভূমিকম্প, সুনামিতে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৮৩২

Published on

জাকার্তাঃ বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির তাণ্ডবে ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে রবিবার মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৩২ জনে দাড়িয়েছে। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপে কেউ বেঁচে আছে কিনা তার সন্ধান চালিয়ে যাচ্ছেন।

দেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ খবর জানিয়েছে। সংস্থার মুখপাত্ৰ সুতপো পারও

নুগ্ৰহো জানান, গত শুক্ৰবারের ৭.৫ রিখটার স্কেলে যে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে, তার প্ৰভাব পড়েছে ২.৪ মিলিয়ন মানুষের ওপর। সিত্ৰনএন এর রিপোর্টে বলা হয়েছে, রবিবার জীবিত থাকা লোকজনকে বন্যার জল ও ধ্বংসস্তূপ মাড়িয়ে নিরাপদ আস্তানায় যেতে দেখা গেছে। উপকুলীয়ে শহর পালুতে একটি শপিং মল এবং একটি মসজিদের বিশাল গম্বুজ ভেঙে পড়েছে। পালুতে ৩৫০,০০০ লোকের বাস। এই শহরের শতাধিক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন। ঘরছাড়ার সংখ্যা ১৭ হাজারের বেশি-জানান নুগ্ৰহো। ভেঙে পড়া একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে প্ৰায় ৫০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। ইন্দোনেশিয়ার প্ৰেসিডেন্ট জকো উবডোডো রবিবার পালু সফর করেছেন। ভূমিকম্পে, ক্ষয়ক্ষতির স্পষ্ট চিত্ৰ এখনও পাওয়া যায়নি। বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা এখনও বিচ্ছিন্ন রয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com