সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে সুইডেন

সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে সুইডেন
Published on

সেন্ট পিটার্সবার্গে মঙ্গলবার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে এমিল ফোর্সবার্গের দেওয়া গোলে সুইডেন ১-০ সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। এই জয়ের সুবাদে দীর্ঘ ২৪ বছর পর সুইডেন বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করে নিল। ম্যাচের প্ৰথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই চালায় উভয় দল। তবে এই ম্যাচে আক্ৰমণের চেয়ে রক্ষণশীলতাকেই বেশি আমল দিয়েছে দুই পক্ষ। রক্ষণশীলতার জন্য ম্যাচটা ছিল ম্যাড়মেড়ে। তবে আক্ৰমণ-পাল্টা আক্ৰমণ বিক্ষিপ্তভাবে হলেও বিশ্বকাপে ম্যাচের যে মজা দর্শকরা কতটুকু উপভোগ করেছেন তা নিয়ে হলপ করে কিছু বলা যাবে না। দ্বিতীয়ার্ধে সুইডেনের এমিল ফোর্সবাগ গোল করার পরই নির্জীব ম্যাচটা যেন প্ৰাণ ফিরে পায়। শুরুটা ভাল করলেও ১ গোল হজম করার পর সুইডিশরা অনেকটা ঝিমিয়ে পড়ে। তাদের পক্ষে রুখে দাঁড়ানো আর সম্ভব হয়নি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com