সোনার বুট পেলেন কেন,মডরিচের হাতে সোনার বল

সোনার বুট পেলেন কেন,মডরিচের হাতে সোনার বল
Published on

মস্কোঃ ফিফা বিশ্বকাপে রবিবার সোনার বুট পুরস্কার পেলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। সোনার বল পুরস্কার পেয়েছেন ক্ৰোয়েশিয়ান ক্যাপ্টেন লুকা মডরিচ। ফ্ৰান্সের ১৯ বর্ষীয় তরুণ স্ট্ৰাইকার কাইলিয়ান এমবাপেকে ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। ২৭টি গোল বাঁচানোর সুবাদে বেলজিয়ামের তরুণ গোলকিপার থিবাউট কাটিয়স গোল্ডেন গ্লোব সম্মানে ভূষিত হন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com