সৌদি আরবের কাছে ২-১ হারল ইজিপ্ট

সৌদি আরবের কাছে ২-১ হারল ইজিপ্ট
Published on

রাশিয়ার ভলগোগ্ৰেড এরেনায় সোমবার বিশ্বকাপের গ্ৰুপ-এ-র দ্বিতীয় তথা চূড়ান্ত ম্যাচে সৌদি আরব ২-১ গোলে ইজিপ্টকে হারায়। প্ৰথমার্ধের ২২ মিনিটে ইজিপ্টের মহম্মদ সালাহ প্ৰথম গোল করে ইজিপ্টকে ১-০ এগিয়ে নেন। তবে হাফ টাইমের আগে সলমন আল ফারাজ পেনাল্টির সু্যোগকে কাজে লাগিয়ে খেলায় সমতা ফেরান। মিশরের আহমেদ ফাতিহি নিজেদের বক্সে হ্যান্ড বল করায় সৌদিরা পেনাল্টির সুযোগ পেয়ে যায়। ম্যাচের শেষদিকে অতিরিক্ত ইনজুরি টাইমে অর্থাৎ ৯৪ মিনিটে সৌদি আরবের সালেম আল দাওসারি গোল করে জয় ছিনিয়ে নেন ইজিপ্টের বিরুদ্ধে। এদিন ম্যাচে ইজিপ্টের দাপট বেশি থাকলেও প্ৰথম গোলের পরই সৌদি খেলোয়াড়রা মিশরের রক্ষণভাগে ঘন ঘন হামলা চালাতে শুরু করে। উল্লেখ্য,মিশরের কিপার এসাম আল হায়দরি ৪৫ বছর ৫ মাস বয়সে দলের হয়ে অভিষেক ম্যাচ খেললেন যা বিশ্বকাপে আরও এক রেকর্ড।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com