২-১ জিতল ক্ৰোয়েশিয়া,বিশ্বকাপ থেকে ছিটকে গেল আইসল্যান্ড

২-১ জিতল ক্ৰোয়েশিয়া,বিশ্বকাপ থেকে ছিটকে গেল আইসল্যান্ড
Published on

মস্কোর রোস্তব স্টেডিয়ামে মঙ্গলবার ভারতীয় সময় রাত ১১-৩০ টায় অনুষ্ঠিত বিশ্বকাপের গ্ৰুপ-ডি-র অন্য ম্যাচে ক্ৰোয়েশিয়া ২-১ গোলে আইসল্যান্ডকে হারিয়ে সরাসরি দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল। এর আগে পরপর দুটো ম্যাচ জিতে ক্ৰোয়েশিয়া ৬ পয়েন্ট অর্জন করে। মঙ্গলবার ম্যাচ জেতায় ক্ৰোয়েনশিয়ানদের পয়েণ্ট দাঁড়ায় ৯এ। এই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে এবারের মতো পাততাড়ি গুটোতে হলো আইসল্যান্ডকে। এদিন ম্যাচের প্ৰথমার্ধ কেটে যায় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে তাতিয়ে উঠে ক্ৰোয়েশিয়া। আক্ৰমণ,পাল্টা আক্ৰমণ চলতে থাকে। ৫৩ মিনিটে ক্ৰোয়েশিয়ার এম বাডিজ প্ৰথম গোল করে দলকে লিড এনে দেন। ম্যাচ গড়িয়ে চলে। কিছুক্ষণ পর পেনাল্টির সুযোগ পেয়ে যায় আইসল্যান্ড। ৭৬ মিনিটে আইসল্যান্ডের জি সিগুরোসন পেনাল্টি শটে গোল করে সমতা ফেরান। আবার শুরু হয় গোলের লড়াই ক্ৰোয়েশিয়ার। ৯০ মিনিটে ক্ৰোয়েশিয়ান ফুটবলার আই পেরিসিক অনবদ্য গোল করে জয় নিশ্চিত করে ফেলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com