১৫১ বেইস হসপিটাল গুয়াহাটি রিক্ৰুটমেন্ট ২০২০

১৫১ বেইস হসপিটাল গুয়াহাটি রিক্ৰুটমেন্ট ২০২০
Published on

১৫১ বেইস হসপিটাল গুয়াহাটি রিক্ৰুটমেন্ট ২০২০

১৫১ বেইস হাসপাতাল গুয়াহাটি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট-এর একটি পার্ট টাইম পদের জন্য আবেদনপত্ৰ আহ্বান করেছে।

পদের নামঃ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট

শিক্ষাগত যোগ্যতাঃ ক্লিনিক্যাল সাইকোলজিস্টে এমফিল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট(স্থায়ী)হিসেবে আরসিআই রেজিস্ট্ৰেশন সহ।

কিভাবে আবেদন করবেনঃ আগ্ৰহী প্ৰার্থীরা নিম্নলিখিত নথিপত্ৰ,ডিগ্ৰি সার্টিফিকেট অব রেজিস্ট্ৰেশন,অভিজ্ঞতার প্ৰমাণপত্ৰ যদি থাকে,রিকমেন্ডেশন লেটার যদি থাকে,যোগা্যোগের নম্বর এবং ই-মেইল ঠিকানা,প্ৰত্যাশিত পারিশ্ৰমিক ইত্যাদি উল্লেখ করে সাদা কাগজে আবেদন করতে পারবেন।

নোটঃ বিজ্ঞাপন প্ৰকাশিত হওয়ার ৭ দিনের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় হাতে হাতে আবেদনপত্ৰ জমা দেওয়া অথবা ডাকযোগে পাঠানো যাবে। আবেদন পাঠানোর ঠিকানা-Commandant 151 Base Hospital, C/O 99 APO, Basistha, Guwahati-781029 State-Assam.

সাক্ষাৎকারের তারিখ সম্পর্কে পরে যোগা্যোগ করা হবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com