

আসাম পেট্ৰো কেমিক্যালস লিমিটেড রিক্ৰুটমেন্ট ২০২০
আসাম অপেট্ৰো কেমিক্যালস লিমিটেড পেট্ৰো কেমিক্যালসের এক পথিকৃৎ এবং তাদের পারফরম্যান্সের ট্ৰ্যাক রেকর্ডও যথেষ্ট ভালো এবং উচ্চাশামূলক সম্প্ৰসারণ পরিকল্পনাও রূপায়ণ করছে। অসম পেট্ৰো কেমিক্যালস নিম্নলিখিত পদে নিয়োগের জন্য আবেদনপত্ৰ আহ্বান করেছে।
১. পদের নামঃ ডেপুটি জেনারেল ম্যানেজার
২. পদের সংখ্যাঃ ০২
৩. বেতনঃ ৩০,০০০-১,১০,০০০ টাকা প্ৰতিমাসে
৪. চাকরির স্থানঃ ডিব্ৰুগড়
৫. শেষ তারিখঃ ১৭-০২-২০২০
১. পদের নামঃ সিনিয়র ম্যানেজার
২. পদের সংখ্যাঃ ০২
৩. বেতনঃ ৩০,০০০-১,১০,০০০ টাকা প্ৰতিমাসে
৪. চাকরির স্থানঃ ডিব্ৰুগড়
৫. শেষ তারিখঃ ১৭-০২-২০২০
ঠিকানাঃ জেনারেল ম্যানেজার(এইচআর)আই/সি আসাম পেট্ৰো কেমিক্যালস লিমিটেড পি.ও.পর্বতপুর,নামরূপ,জেলা ডিব্ৰুগড়,পিন-৭৮৬৬২৩(আসাম)
কিভাবে আবেদন করবেনঃ ইচ্ছুক প্ৰার্থীদের এই বিজ্ঞাপন প্ৰকাশের ২০ দিনের মধ্যে নির্ধারিত আবেদন ফর্মে বিস্তারিত বায়োডাটা এবং শিক্ষাগত যোগ্যতা,বয়স,জাতি,অভিজ্ঞতা ইত্যাদির সমর্থনে প্ৰমাণপত্ৰ/টেস্টিমনিয়েলসের অ্যাটাস্টেড কপি সহ আবেদন করতে হবে। সাধারণ/স্পিড পোস্ট/ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে আবেদনপত্ৰ। অন্য ধাঁচের কোনও আবেদনপত্ৰ গৃহীত হবে না।
Details: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ শিবসাগর কমার্স কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০
