ডেপুটি কমিশনার,গোয়ালপাড়া রিক্ৰুটমেন্ট ২০২০
অসম সরকারের গোয়ালপাড়া জেলাশাসকের কার্যালয়,গোয়ালপাড়া ডিজেস্টার ম্যানেজমেন্ট ফিল্ড অফিসার(ডিজেস্টার ম্যানেজমেন্ট)পদের জন্য আবেদনপত্ৰ আহ্বান করেছে। জয়েন্ট সেক্ৰেটারি এবং স্টেট প্ৰজেক্ট কর্ডিনেটর,অসম রাজ্য ডিজেস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের তরফে ইস্যু করা সরকারি চিঠি নং এএসডিএমএ. ১০০/২০১৭/১০৩ তাং ১৩ জুন ২০১৮ অনুসারে উল্লিখিত পদের জন্য এই আবেদনপত্ৰ আহ্বান করা হয়েছে। ফিল্ড অফিসার পদের(ডিজেস্টার ম্যানেজমেন্ট)জন্য ইচ্ছুক প্ৰার্থীদের কাছ থেকে আবেদন পত্ৰ চাওয়া হচ্ছে। এই পদে ঠিকা ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে এবং তাদের গোয়ালপাড়া জেলার লক্ষীপুর,দুধনৈ এবং মাটিয়া রাজস্ব সার্কলে পোস্টিং করা হবে।
পদের নামঃ ফিল্ড অফিসার
পদের সংখ্যাঃ ০৩
বেতনঃ ২০,০০০ টাকা প্ৰতি মাসে
বয়সঃ ২০২০-র ১ জানুয়ারি পর্যন্ত ২১ থেকে ৩৫ বছর। এসসি/এসটি প্ৰার্থীদের ক্ষেত্ৰে বয়সের ক্ষেত্ৰে ছাড় থাকছে সরকারি নীতি আনু্যায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞানে স্নাতক ডিগ্ৰি,স্ট্যাটেস্টিক্স,ভূগোল,পরিবেশ বিজ্ঞান অথবা জিওলজি বিষয় হিসেবে থাকতে হবে কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারে ডিপ্লোমা থাকা চাই।
প্ৰয়োজনীয় দক্ষতাঃ কম্পিউটারে দক্ষতা,বিসিএ অথবা কম্পিউটারে সমপর্যায়ের পাঠক্ৰম সম্পন্ন করা প্ৰার্থীদের অগ্ৰাধিকার দেওয়া হবে।
শেষ তারিখঃ ০৫-০২-২০২০।
Details: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ক্যাবিনেট সেক্ৰেটারিয়েট রিক্ৰুটমেন্ট ২০২০ ফর ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার