ডেপুটি কমিশনার অফিস করিমগঞ্জ রিক্ৰুটমেন্ট ২০২০

ডেপুটি কমিশনার অফিস করিমগঞ্জ রিক্ৰুটমেন্ট ২০২০
Published on

ডেপুটি কমিশনার অফিস করিমগঞ্জ রিক্ৰুটমেন্ট ২০২০

ডেপুটি কমিশনার(ডিসি)অফিস করিমগঞ্জ জুনিয়র অ্যাসিস্টেন্ট পদের জন্য আগ্ৰহী এবং যোগ্য ভারতীয় প্ৰার্থী খুঁজছে।

পদের নামঃ জুনিয়র অ্যাসিস্টেন্ট

পদের সংখ্যাঃ ১১

বেতনঃ ১৪০০০-৬০,৫০০-৬২০০ টাকা গ্ৰে পে সহ

বয়সের সীমাঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত ১৮ থেকে ৩৮ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/যেকোনও বিভাগে ডিগ্ৰি। প্ৰার্থীদের এমএস উইন্ডোস,লিনাক্স,এমএসি,এক্সেল,পাওয়ার পয়েন্ট,ডিটিপি(ইংরেজি/বাংলা)স্প্ৰেডশিট,প্ৰেজেনটেশন অফ গ্ৰাফিকস,দ্য কনসেপ্ট অফ ডাটা বেস,ওয়ার্ড প্ৰসেসর,ইন্টারনেট প্ৰসেসিং,ই-মেইল ইত্যাদির মতো বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে। প্ৰার্থীর কম্পিউটার অ্যাপ্লিকেশনে রাজ্য/কেন্দ্ৰীয় সরকারের স্বীকৃত প্ৰতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের ডিপ্লোমা থাকা চাই।

আবেদনের প্ৰক্ৰিয়াঃ ইচ্ছুক এবং যোগ্য প্ৰার্থীদের স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে খামে পুরে দাখিল করতে হবে,প্ৰার্থীদের নিম্নলিখিত নথিপত্ৰ/টেস্টিমোনিয়েলের সঙ্গে সম্প্ৰতি তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি,গ্ৰ্যাজুয়েশনের মার্কশিট,সার্টিফিকেটের(সেলফ অ্যাটাস্টেড),কম্পিউটার সার্টিফিকেট(সেলফ অ্যাটাস্টেড),কাস্ট সার্টিফিকেট(সংরক্ষিত ক্যাটেগরির প্ৰার্থীদের ক্ষেত্ৰে)এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্ৰেশন সার্টিফিকেটের কপি(আপটুডেট ভেলিডিটি থাকা)পাঠাতে হবে।

শেষ তারিখঃ ০৬-০৩-২০২০

Details: click here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com