ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম জব মাল্টিপল ভ্যাকেন্সিস

ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম জব মাল্টিপল ভ্যাকেন্সিস
Published on

ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম জব মাল্টিপল ভ্যাকেন্সিস

ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম ধেমাজি ইংঞ্জিনিয়ারিং কলেজ,ধেমাজি ৩০টি(বাহক,পিয়ন,চৌকিদার,ওয়ার্কশপ জোগালি,মালি ইত্যাদি)গ্ৰেড IV পোস্টে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

পদের নামঃ বাহক,চৌকিদার,ওয়ার্কশপ জোগালি,মালি(গ্ৰেড IV)

পদের সংখ্যাঃ ৩০(ইউআর-১২,ওবিসি-৮,এসসি-২,এসটি(পি)-৩,এসটি(এইচ)-২,ইডব্লিউএস-৩)

বেতন কাঠামোঃ পিবি অফ রুপিজ,১২০০০-৫২০০০ টাকা প্লাস গ্ৰেড পে ৩৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্ৰেণি উত্তীর্ণ

বয়সঃ প্ৰার্থীর বয়স ১৮ বছরের কম এবং ৩৮ বছরের বেশি যেন না হয় ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত। তবে বয়সের উচ্চ সীমা শিথিল করা হবে সরকারি নিয়ম অনু্যায়ী।

বাছাই প্ৰক্ৰিয়াঃ প্ৰার্থীদের বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষায় বসতে হবে। লিখিত পরীক্ষার বিস্তারিত ওয়েবসাইটে আপলোড করা হবে এবং প্ৰকাশ করা হবে খবরের কাগজেও।

নোটঃ লিখিত পরীক্ষা/ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বিভাগ কোনও টিএ/ডিএ দেবে না।

টু অ্যাপ্লাইঃ প্ৰার্থীদের ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম-এর ওয়েবসাইট www.dte.assam.gov.in -এ লগ অন করে অনলাইনে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। প্ৰার্থীদের অনলাইনে আবেদন জানানোর আগে সাধারণ নিয়ম ও শর্তাবলি সতর্কতার সঙ্গে পড়ে দেখতে বলা হয়েছে।

শেষ তারিখঃ ০৩-০৩-২০২০

Details: Click Here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com