সিস্টেম অ্যাসিস্টেন্টের জন্য গৌহাটি হাইকোর্টে চাকরি(বিসিএ,পিজি ডিপ্লোমা,ডিপ্লোমা)

সিস্টেম অ্যাসিস্টেন্টের জন্য গৌহাটি হাইকোর্টে চাকরি(বিসিএ,পিজি ডিপ্লোমা,ডিপ্লোমা)
Published on

গৌহাটি হাইকোর্র্টে চাকরি,সিস্টেম অ্যাসিস্টেন্ট পদের জন্য(বিসিএ,পিজি ডিপ্লোমা,ডিপ্লোমা)

পদের নামঃ সিস্টেম অ্যাসিস্টেন্ট

শিক্ষাগত যোগ্যতাঃ বিসিএ,পিজি ডিপ্লোমা,ডিপ্লোমা

খালি পদঃ ০৬

বেতনঃ ১৪০০০ টাকা-৬০,৫০০ টাকা প্ৰতিমাসে

অভিজ্ঞতাঃ ১-২ বছর

চাকরির স্থানঃ গুয়াহাটি

শেষ তারিখঃ ০৫/১২/২০১৯

আবেদন মাশুলঃ পিডব্লিউডি(পারসন উইথ ডিএসএবিলিটি)প্ৰার্থীদের কোনও মাশুল দিতে হবে না। ,প্ৰার্থীদের কি পরিমাণ আবেদন মাশুল আদায় দিতে হবে তার বিস্তারিত ইঙ্গিত দেওয়া হয়েছে। এসটি(পি)এবং এসটি(এইচ)-এর ক্ষেত্ৰে আবেদন মাশুল ১৫০ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখঃ অনলাইনে আবেদনপত্ৰ দাখিল শুরু হয়েছে ২২-১১-২০১৯-এর দুপুর ১২টা থেকে। অনলাইনে আবেদনপত্ৰ দাখিলের শেষ তারিখ ০৫-১২-২০১৯-এর বিকেল ৪.৩০ পর্যন্ত। ফি আদায় দেওয়ার শেষ তারিখ ০৭-১২-১৯-এর ব্যাংক লেনদেন চলা পর্যন্ত।

কিভাবে আবেদন করবেনঃ সে সমস্ত প্ৰার্থী প্ৰয়োজনীয় ক্ৰায়েটরিয়া পূরণে সক্ষম তারা অনলাইনে আবেদন ফর্ম দাখিল করতে পারবেন,হোম পেজ অফ দ্য ওয়েবসাইট www.ghconline.gov.in-এ উল্লেখ করা পদক্ষেপগুলো অনুসরণ করে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com