আইসিএআর-ন্যাশনাল রিসার্স সেন্টার অন পিগ,গুয়াহাটি রিক্ৰুটমেন্ট

আইসিএআর-ন্যাশনাল রিসার্স সেন্টার অন পিগ,গুয়াহাটি রিক্ৰুটমেন্ট
Published on

আইসিএআর-ন্যাশনাল রিসার্স সেন্টার অন পিগ,গুয়াহাটি রিক্ৰুটমেন্ট

ন্যাশনাল রিসার্স সেন্টার অন পিগ,রানি,গুয়াহাটি ইয়ং প্ৰফেশনাল- পদে সম্পূর্ণ স্বল্প মেয়াদি ঠিকার ভিত্তিতে প্ৰার্থী নিয়োগের জন্য বেলা ১১.৩০ থেকে ওয়ার্ক ইন ইন্টারভিউর আয়োজন করছে।

পদের নামঃ ইয়ং প্ৰফেশনাল

শিক্ষাগত যোগ্যতাঃ পোস্ট গ্ৰ্যাজুয়েট ডিগ্ৰি ইন কমার্স উইথ ২ ইয়ারস

নোটিশঃ প্ৰার্থীদের প্ৰত্যেককে সাম্প্ৰতিক সিভির সঙ্গে দুকপি পাসপোর্ট সাইজের ছবি,অভিজ্ঞতার প্ৰমাণপত্ৰের অ্যাটাস্টেড কপি ইতাদি নিয়ে আসতে হবে। প্ৰার্থীদের অভিজ্ঞতার প্ৰমাণপত্ৰ সহ সব অরিজিনাল সার্টিফিকেট দেখাতে হবে। সাক্ষাৎকারে উপস্থিতির জন্য কোনও টিএ/ডিএ দেওয়া হবে না।

ঠিকানাঃ ন্যাশনাল রিসার্স সেন্টার অন পিগ,রানি,গুয়াহাটি-৭৮১১৩১(অসম)ফোন/ফ্যাক্স-০৩৬১-২৮৪৭১৯৫/৯৪৬

ই-মেইলঃ nrconpig@rediffmail.com

ওয়াক ইন ইন্টারভিউঃ ০৪-০৩-২০২০,১১-৩০ থেকে।

Details: Click here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com