ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে ডাটা এন্ট্ৰি অপারেটর পদে চাকরি

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে ডাটা এন্ট্ৰি অপারেটর পদে চাকরি
Published on

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে ডাটা এন্ট্ৰি অপারেটর পদে চাকরি

এনআইএ ডাটা এন্ট্ৰি অপারেটর পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। যে সব প্ৰার্থীরা স্নাতক ডিগ্ৰি সম্পূর্ণ করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেনঃ

১.পদের নামঃ ডাটা এন্ট্ৰি অপারেটর

২.পদের সংখ্যাঃ ১৫

৩.বেতনঃ ২৯,২০০ টাকা-৯২,৩০০ টাকা প্ৰতি মাসে।

৪.চাকরির স্থানঃ ভারত জুড়ে

৫. আবেদনের শেষ তারিখঃ ০১-০৩-২০২০

৬. বয়সঃ ডেপুটেশনে নিয়োগের জন্য অধিকতম বয়স সীমা আবেদনপত্ৰ প্ৰাপ্তির শেষ তারিখ পর্যন্ত ৫৬ বছরের ঊর্ধ্বে যেন না হয়।

ঠিকানাঃ ডিআইজি(এডিএম),এনআইএ এইচকিউ,সিজিও কমপ্লেক্সের বিপরীতে,লোধি রোড,নিউদিল্লি-১১০০০৩

বাছাই প্ৰক্ৰিয়াঃ লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের মাধ্যমে।

To Apply: Click Here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com