স্টাফ সিলেকশন কমিশন(এসএসসি)রিক্ৰুটমেন্ট ২০২০

স্টাফ সিলেকশন কমিশন(এসএসসি)রিক্ৰুটমেন্ট ২০২০

Published on

স্টাফ সিলেকশন কমিশন(এসএসসি)রিক্ৰুটমেন্ট ২০২০

স্টাফ সিলেকশন কমিশন(এসএসসি)জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট পদে নিয়োগের উদ্দেশ্যেব যেকোনও স্নাতক প্ৰার্থীর জন্য চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্ৰাহী এবং যোগ্য প্ৰার্থীরা ৮টি জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট পদের জন্য এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে ২০-০৩-২০২০ তারিখ অথবা তার আগে আবেদন করতে পারবেন।

পদের নামঃ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট

পদের সংখ্যাঃ ৮

বয়সঃ ১৮-৩০ বছর

চাকরির স্থানঃ ভারত জুড়ে

শেষ তারিখঃ ২০-৩-২০২০

গুরুত্বপূর্ণ তারিখগুলিঃ

১. অনলাইনে আবেদন দাখিল করতে হবেঃ ২১-০২-২০২০ থেকে ২০-০৩-২০২০

২. আবেদনপত্ৰ প্ৰাপ্তির শেষ তারিখঃ ২০-০৩-২০২০(রাত ১১.৫৯ মিনিটের মধ্যে)

৩. অনলাইনে মাশুল আদায় দেওয়ার শেষ তারিখঃ ২৩-০৩-২০২০(রাত ১১.৫৯ মিনিটের মধ্যে)

৪. অফলাইন চালান জেনারেশনের শেষ তারিখঃ ২৩-০৩-২০২০-র(রাত ১১.৫৯ মিনিটের মধ্যে)

৫. চালানের মাধ্যমে পেমেন্টের শেষ তারিখঃ(ব্যাংকের কাজ চলাকালে)২৫-০৩-২০২০

৬. কম্পিউটার ভিত্তিক পরীক্ষার তারিখঃ ১০-০৬-২০২০-১২-০৬-২০২০

ঠিকানাঃ Staff Selection Commission, New Delhi, Delhi

আবেদন কেবলমাত্ৰ এসএসসির হেডকোয়ার্টারের অফিসিয়াল ওয়াবসাইট অর্থাৎ https://ssc.nic.in.অনলাইন মুডে দাখিল করতে হবে। বিস্তারিত নির্দেশিকার জন্য অনুগ্ৰহ করে এই নোটিশের অ্যানেকচার-IV এবং অ্যানেকচার-V রেফার করুন।

অনলাইনে আবেদন দাখিলের শেষ তারিখঃ ২০-০৩-২০২০-র(১১.৫৯ মিনিট পর্যন্ত)

Details: Click Here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নগাঁও কলেজ,রিক্ৰুটমেন্ট ২০২০

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com