ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন(ইউপিএসসি)রিক্ৰুটমেন্ট ২০২০

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন(ইউপিএসসি)রিক্ৰুটমেন্ট ২০২০
Published on

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন(ইউপিএসসি)রিক্ৰুটমেন্ট ২০২০

ইউপিএসসি সংস্থা যেকোনও স্নাতক ডিগ্ৰি থাকা যোগ্য প্ৰার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্ৰ আহ্বান করেছে। ৪২১টি এনফোর্সমেন্ট অফিসার/অ্যাকাউন্টস অফিসারের এই পদগুলি নয়াদিল্লিতে রয়েছে। বিস্তারিত নিচ্বে দেওয়া হলোঃ

পদের নামঃ এনফোর্সমেন্ট অফিসার/অ্যাকাউন্টস অফিসার

শিক্ষাগত যোগ্যতাঃ আইনে স্নাতক/আইনে সুসংহত পাঁচ বছরের ডিগ্ৰি/মাস্টার্স ইন বিজনেস,বিজনেস ম্যানেজমেন্ট/কোম্পানি সেক্ৰেটারি/চাটার্ড অ্যাকাউন্ট অফ/কস্ট অ্যাকাউন্টস এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট।

খালি পদের সংখ্যাঃ ৪২১(এসসি-৬২,এসটি-৩৩,ওবিসি-১১৬,ইডব্লিউএস-৪২,ইউআর-১৬৮)

অভিজ্ঞতাঃ যেকোনও সরকারি অথবা বেসরকারি প্ৰতিষ্ঠান থেকে অ্যাকাউন্টস/আইনি বিষয়ে দুবছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সঃ ৩০ বছর

শেষ তারিখঃ ৩১-০১-২০২০

আবেদন মাশুলঃ প্ৰার্থীদের ২৫ টাকা(পঁচিশ টাকা)যেকোনও শাখা থেকে নগদ অথবা এসবিআই-র নেট ব্যাঙ্কিং সুবিধার মাধ্যমে পাঠাতে হবে। অথবা ভিসা/মাস্টার ক্ৰেডিট/ডেবিট কার্ড ব্যবহার করেও এই মাশুলের টাকা পাঠানো যাবে। এসসি/এসটি/পিএইচ/যেকোনোও সম্প্ৰদায়ের মহিলা প্ৰার্থীদের ফি লাগবে না।

কিভাবে আবেদন করবেনঃ প্ৰার্থীদের এই বিজ্ঞাপনের বিপরীতে শুধু অনলাইন রিক্ৰুটমেন্ট অ্যাপ্লিকেশন(ওআরএ)পাঠাতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখঃ অনলাইনে আবেদনপত্ৰ পাঠানোর শেষ তারিখ ৩১-০১-২০২০ সম্পূর্ণ মুদ্ৰিত আবেদন অনলাইনে দাখিলের শেষ তারিখ ০১-০২-২০২০।

Details: Click Here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com