সিবিএসই-র দশম শ্ৰেণির বোর্ড পরীক্ষায় পাসের হার ৯১.১০ শতাংশ

সিবিএসই-র দশম শ্ৰেণির বোর্ড পরীক্ষায় পাসের হার ৯১.১০ শতাংশ
Published on

গুয়াহাটিঃ সেণ্ট্ৰাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের(সিবিএসই)দশম শ্ৰেণির চূড়ান্ত পরীক্ষায় মোট ৯১.১০ শতাংশ ছাত্ৰছাত্ৰী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় আজ।

পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল ১৭,৬১,০৭৮ জন। এরমধ্যে ১৬,০৪,৪২৮ জন সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। ১৩ জন ছাত্ৰছাত্ৰী ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে এআইআর-ওয়ান অর্জন করেছে।

সিবিএসই দশম শ্ৰেণির পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারীদের তালিকায় যারা রয়েছে তারা হলো সিদ্ধান্ত পেনগোরিয়া,দিব্যান্স ওয়াদওয়া,অঙ্কুর মিশ্ৰ,ভাটসাল ভারসিনে,ঈশা মদন,অপূর্ব জৈন,দেরাদুনের শিবানো লাথ,প্ৰয়াগরাজের যোগেশ কুমার গুপ্তা,পাঞ্চকুলার মান্য এবং দিবজোৎ কাউর জাগি,আরিয়ান ঝা এবং আজমিড়ের তরু জৈন,তিরুবনন্তপুরমের ভাবনা এন শিবদাস। এরা প্ৰত্যেকেই ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছে।

সিবিএসই দশম শ্ৰেণির পরীক্ষায়ও মেয়েরা ছেলেদের টপকে গেছে। মেয়েদের পাসের হার ৯২.৪৫ শতাংশ,ছেলেরা পাস করেছে ৯০.১৪ শতাংশ। তৃতীয় লিঙ্গের ছাত্ৰছাত্ৰীদের পাসের হার ৯৪.৭৪ শতাংশ।

সর্বোচ্চ ৯৯.৮৫ শতাংশ পাসের হার ত্ৰিবান্দ্ৰমের। চেন্নাই ৯৯ শতাংশ,দিল্লি ৮০.৯৭ শতাংশ। গুয়াহাটিতে পাসের হার ৭৪.৪৭ শতাংশ।

কেন্দ্ৰীয় মন্ত্ৰী স্মৃতি ইরানির মেয়ে সিবিএসই দশম শ্ৰেণির পরীক্ষায় ৮২ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। গত সপ্তাহে ইরানির ছেলে সিবিএসই দ্বাদশ শ্ৰেণির পরীক্ষায় ৯১ শতাংশ নম্বর অর্জন করে উত্তীর্ণ হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com