কলকাতা মহানগরীতে একটা সময় জিনিসপত্ৰের দর দেশের অন্যান্য অঞ্চল থেকে অনেকটাই সস্তা ছিল। কিন্তু এখন দিন পাল্টেছে। বর্তমানে প্ৰতিটি জিনিসের দর হুহু করে বাড়ছে এশহরে। খোলা বাজারে শাক সব্জি ও মাছ,মাংসের বর্তমান দরের একটি তালিকা নিচে তুলে ধরা হলো।
শহরের খোলা বাজারে জ্যোতি আলু প্ৰতি কেজি ২০-২২ টাকা দর। প্ৰতি কিলো নতুন আলু ৪০ টাকা। খুচরো বাজারে প্ৰতি কেজি পেঁয়াজ ১৩০ টাকা,আদা ১২০ টাকা কেজি,কুমড়ো ৩০ টাকা কেজি,ঢ্যাঁড়শ ৬০-৭০ টাকা কেজি,পটল-৫০ টাকা কেজি,উচ্ছে-১০০ টাকা কিলো,বেগুন ৫০-৬০ টাকা কিলো,লঙ্কা-৫০ টাকা কিলো,টমাটো-৪০ টাকা কেজি,বাধা কপি-প্ৰতি কেজি ৪০ টাকা। ফুল কপি প্ৰতি পিস ২০ থেকে ৩০ টাকা। সব্জির পাইকারি বাজারে জ্যোতি আলু প্ৰতি কেজি ১৬-১৭ টাকা,পেঁয়াজ ৯০-১০০ টাকা কেজিপ্ৰতি,রসুন ৩০০-৩৫০ টাকা প্ৰতিকেজি,আদা ১০০-১৭০ টাকা প্ৰতি কিলো।
পাইকারি বাজারে প্ৰতি কেজি পটল ৪০-৫০ টাকা,ঢ্যাঁড়শ প্ৰতিকেজি ৬০-৭০ টাকা,কুমড়ো ১২-১৪ টাকা কিলো,ঝিঙে ৪০-৫০ টাকা প্ৰতি কিলো,গাজর ৪০-৫০ টাকা কিলো,লাউ-১৪-১৫ টাকা প্ৰতি কিলো,সিম৩০-৩৫ টাকা কেজি এবং পেপে-১২-১৫ টাকা প্ৰতি কিলো।
ওদিকে মাছ বাজারে আস্ত রুই প্ৰতি কেজি ১৬০-২২০ টাকা ’প্ৰতি কেজি,কাটা রুই-২০০-২৫০ টাকা কেজি,কাতলা গোটা ২৫০ থেকে ২৮০ টাকা কেজি,কাটা কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা প্ৰতি কেজি,বাটা মাছ ১৫০-১৮০ টাকা প্ৰতি কেজি,ভেটকি ৩৫০-৫০০ টাকা কেজি,গলদা চিড়ি-৫০০-৭০০ টাকা কেজি,বাগদা চিংড়ি-৬০০-৮০০ টাকা প্ৰতি কেজি,তোপসে ৬০০-৮০০ টাকা কেজি,চিতল-৭০০-৮০০ টাকা প্ৰতি কেজি,পমফ্ৰেট-৫০০-৬০০ টাকা কেজি,পাবদা-৫০০-৬০০ টাকা কেজি,পার্শে-৩০০-৫০০ টাকা প্ৰতি কেজি,ট্যাংরা ৫০০-৭০০ টাকা কেজি দরে বিকোচ্ছে।
মুরগি প্ৰতি কেজি ১৪০-১৫০ টাকা এবং পাঁঠার মাংস প্ৰতি কিলোর দর ৬২০-৬৫০ টাকা।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ পশ্চিমবঙ্গে চোরেরা এখন টাকা নয়,পেঁয়াজ চুরির দিকে ঝুঁকছে
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: KMSS staged protest against Citizenship Amendment Bill in Dispur’s Last Gate