শপথগ্ৰহণের প্ৰাক্কালে মহাত্মা গান্ধী ও অটল বিহারী বাজপেয়ীর প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি মোদির

শপথগ্ৰহণের প্ৰাক্কালে মহাত্মা গান্ধী ও অটল বিহারী বাজপেয়ীর প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি মোদির
Published on

নয়াদিল্লিঃ শপথগ্ৰহণের প্ৰাক্কালে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি আজ সকালে জাতির জনক মহাত্মা গান্ধী ও বিজেপি নেতা তথা প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারী বাজপেয়ীর প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি জানান। ইন্ডিয়া গেটের কাছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে ফুল চড়িয়ে শ্ৰদ্ধা জানান তিনি। সকাল ৭টায় রাজঘাটে গান্ধীজির সমাধিস্থলে গিয়ে তাঁর প্ৰতি শ্ৰদ্ধা নিবেদন করেন। এরপর বাজপেয়ীর স্মৃতিতে পদ্মাকৃতিতে নির্মিত মেমোরিয়েলে গিয়ে তাঁর প্ৰতি শ্ৰদ্ধা জানান মোদি। দলের বেশকিছু বরিষ্ঠ নেতা ও দল সভাপতি অমিত শাহও মোদির সঙ্গে ছিলেন।

পরে মোদি টুইট যোগে বলেন,এবার বাপুজির ১৫০ বার্ষিকী পালিত হবে। এই বিশেষ দিনে গান্ধীজির মহান আদর্শকে আরও জনপ্ৰিয় করে তোলা হবে। মোদি বলেন,বিজেপি জনসেবায় যে আত্মনিয়োগ করেছে,বাজপেয়ী তা দেখতে পেলে সুখী হতেন।

ওয়ার মেমোরিয়েলে উপস্থিত হয়ে তিনি বলেন,যারা নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করতে গিয়ে শহিদ হয়েছেন দেশ তাঁদের নিয়ে যথেষ্ট গৌরব অনুভব করে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com