দেশে এনপিআর আপডেট হবে,৮,৫০০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্ৰের

দেশে এনপিআর আপডেট হবে,৮,৫০০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্ৰের
Published on

নয়াদিল্লিঃ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার(এনপিআর)আপডেট করার সম্মতি দিয়েছে কেন্দ্ৰীয় সরকার। এই উদ্দেশ্যে সরকার ৮৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি নাগরিকত্ব সংশোধনী আইনের সঙ্গে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)এবং এনপিআর-এর বিরোধিতা করে চলেছেন। অথচ কেন্দ্ৰীয় সরকার এনপিআর আপডেট করতে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছে।

এদিকে সেন্সাস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে,দেশের নাগরিকদের একটা ডেটাবেস প্ৰস্তুত করতেই এনপিআর জরুরি। এর আওতায় আসবে দেশের যেকোনও নাগরিক। সে সব ব্যক্তি একটা এলাকায় গত ছমাস ধরে বসবাস করছেন এবং আগামি ছমাস যদি ওই এলাকায় থাকেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই এলাকায়ই নাম রেজিস্টার করা চাই। এনপিআর সেন্সাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিকে বিভিন্ন মহল এমনটাও বলাবলি করছেন যে এনআরসিরই প্ৰাথমিক ধাপ এনপিআর। বিরোধীরা এনপিআর নিয়ে আপত্তি জানিয়েছে। কেরল ও পশ্চিমবঙ্গ এনপিআর-এর পন্থা-পদ্ধতি ইতিমধ্যেই স্থগিত রেখেছে।

নতুন বছরে অর্থাৎ ২০২০ সালের এপ্ৰিল মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে এনপিআর-এর কাজে হাত দেওয়া হবে। অসম ছাড়া দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্ৰশাসিত অঞ্চলগুলিতে হবে এনপিআর। এই এনপিআর-এর মাধ্যমে অবৈধ অনুপ্ৰবেশকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলে আঁচ করা হচ্ছে। ২০১০ সালে তদানীন্তন ইউপিএ সরকারের আমলে প্ৰথম এনপিআর-এর তথ্য সংগ্ৰহ করা হয়েছিল। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে আপডেট করা হয়েছিল এনপিআর। নবান্ন সূত্ৰে জানা গিয়েছে,পশ্চিমবঙ্গে ২০১১ ও ২০১৫ তে এনপিআর করা হয়েছিল। নবান্ন সূত্ৰ জানিয়েছে,এবার এ রাজ্যে এনপিআর হবে না।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ চলতি সপ্তাহেই রেলের ভাড়া বাড়তে চলেছে

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: An aerial view of the Dibrugarh Protest "Janataar Gorjon" programme, Watch Here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com