নয়াদিল্লিঃ নাগরিকত্ব সংশোধনী আইনের(সিএএ)বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে প্ৰতিবাদে নেমেছেন সাধারণ মানুষ। নাগরিকত্ব সংশোধনী আইনের প্ৰতিবাদে দিল্লির জামা মসজিদ চত্বরে এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় শুক্ৰবার। ভীমসেনা প্ৰধান চন্দ্ৰশেখর আজাদ এদিন ভারতীয় সংবিধানের প্ৰণেতা আম্বেদকরের ছবি এবং ভারতীয় সংবিধানের গ্ৰন্থ নিয়ে জামা মসজিদের বাইরে প্ৰতিবাদ শুরু করেন। এদিন নামাজ পাঠের দিন হওয়ায় মসজিদ চত্বরে তিল ধারণের জায়গা ছিল না। নাগরিকত্ব আইনের প্ৰতিবাদ করায় ভীমসেনা প্ৰধান চন্দ্ৰশেখরকে মসজিদের বাইরে থেকে আটক করে পুলিশ।
আইনটি নিয়ে প্ৰতিবাদ কর্মসূচিতে যাতে কোনও অপ্ৰীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছিল। মসজিদে নামাজ পাঠ শেষ হতেই কাতারে কাতারে স্থানীয় মানুষ আন্দোলনে নেমে পড়েন।
সিএএ নিয়ে বিক্ষোভ চলায় উত্তর প্ৰদেশ ও কর্নাটকের বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার লখনৌয়ে পুলিশের গুলিতে একজন এবং বেঙ্গালুরুতে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ এবং জনতার খণ্ড যুদ্ধে আহত হয়েছেন বহু মানুষ। উত্তরপ্ৰদেশের সর্বত্ৰ জারি করা হয়েছে ১৪৪ ধারা। বেঙ্গালুরুতে কার্ফু জারি করা হয়ছে। বৃহস্পতিবার লখনৌয়ে পুলিশ ও জনতার মধ্যে খণ্ড যুদ্ধ বাঁধে। ওই সময় পুলিশের বেশকটি গাড়িতে উন্মত্ত জনতা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন স্থানে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাও ঘটেছে। হিংসাত্মক কাজকর্মে জড়িত অভিযোগে উত্তর প্ৰদেশে ৩৫০ জনকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে লখনৌ থেকে গ্ৰেপ্তার করা হয়েছে ১৫০ জনকে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ দেশে শান্তি প্ৰতিষ্ঠায় প্ৰধানমন্ত্ৰীর হস্তক্ষেপের আর্জি মমতার
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AATASU staged protest against the Citizenship Amendment Act. 2019 in Golaghat