সেনাদের মনোবল চাঙ্গা করতেই সিয়াচেন পরিদর্শন রাজনাথের

সেনাদের মনোবল চাঙ্গা করতেই সিয়াচেন পরিদর্শন রাজনাথের
Published on

নয়াদিল্লিঃ নবনির্বাচিত প্ৰতিরক্ষামন্ত্ৰী রাজনাথ সিং সিয়াচেন হিমবাহ অঞ্চলে গিয়ে ওখানে মোতায়েন ভারতীয় সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বরফ ঘেরা সিয়াচেন এলাকায় মোতায়েন ভারতীয় সেনা জওয়ানদের মনোবল চাঙ্গা করে তোলাই তাঁর এই সফরের উদ্দেশ্য।

সিয়াচেন হিমবাহ এলাকটি রয়েছে ১৮-২০ হাজার ফুট উঁচুতে। এই এলাকায় তাপমাত্ৰা ৫০ ডিগ্ৰি সেলসিয়াসেরও কম। সিয়াচেন বিশ্বের সবচেয়ে কঠিনতম সেনা ঘাঁটি। এই এলাকাটি ২৪ ঘণ্টা ভারতীয় সেনার নজরদারিতে রয়েছে। দুর্গম ওই এলাকায় ভারতীয় জওয়ানরা কীভাবে রয়েছেন তা জানতেই রাজনাথ গত ৩ জুন সিয়াচেনে যান। সিয়াচেনে এটাই তাঁর প্ৰথম সফর। সেনা জওয়ানদের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠকও করেন প্ৰতিরক্ষামন্ত্ৰী।

সিয়াচেন সফরের পর প্ৰতিরক্ষা মন্ত্ৰী ওখানে মোতায়েন থাকা প্ৰায় ৮ হাজার সেনার পরিবারের উদ্দেশে ব্যক্তিগত চিঠি লেখার সদিচ্ছা পোষণ করেছেন। সিয়াচেন হচ্ছে বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গন। ওখানে ভারতীয় সেনারা যেভাবে দেশ রক্ষা করছে তা চাট্টিখানি কথা নয়। এজন্যই প্ৰতিরক্ষা মন্ত্ৰী সেনা জওয়ানদের পরিবারের উদ্দেশে চিঠি লিখতে আগ্ৰহ প্ৰকাশ করেছেন।

সিয়াচেনে মোতায়েন সেনা জওয়ানদের পরিবারকে চিঠি লেখার বিষয়টি যদি বাস্তবায়িত হয় তাহলে বলতে হবে কোনও প্ৰতিরক্ষা মন্ত্ৰী এই প্ৰথম এধরনের একটা নজির রাখতে চলেছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com