এবিভিপি-র আপত্তিতে ক্যা-র বিরুদ্ধে আলোচনা বাতিল করল এসআরসিসি

এবিভিপি-র আপত্তিতে ক্যা-র বিরুদ্ধে আলোচনা বাতিল করল এসআরসিসি
Published on

এবিভিপি আপত্তি দর্শানোর ফলে নাগরিকত্ব সংশোধনী আইনের(ক্যা)বিরুদ্ধে আলোচনা বাতিল করলো এসআরসিসি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্ৰী রাম কলেজ অফ কমার্স নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে একটি নির্ধারিত সভা বাতিল করে। এই সভায় আলোচনার বিষয় ছিল ‘কেন উত্তর পূর্বাঞ্চল নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্ৰতিবাদ করে আসছে’।

সংবাদ মাধ্যমের তথ্য অনু্যায়ী,মহাবিদ্যালয়টি এই সিদ্ধান্ত রাষ্ট্ৰীয় স্বয়ং সেবক সংঘের ছাত্ৰ সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের(এবিভিপি)দাবির ফলেই গ্ৰহণ করেছে। আয়োজকদের জানানো মতে,কিছু সময় আগে আয়োজিত এক জরুরিকালীন বৈঠকে প্ৰশাসন এবং অধ্যক্ষ জানান যে অনিবার্য কারণেই এই বৈঠক বাতিল করা হয়েছে। একই সঙ্গে আয়োজকরা আরও বলেছেন যে আমাদের জানানো হয়েছিল যদি এই অনুষ্ঠানের আয়োজন করা হয় তাহলে কলেজ চত্বরে হিংসাত্মক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে’।

তারা আরও বলেন,‘এটা কোনও রকমের রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। এটা কেবল মহাবিদ্যালয়ের ছাত্ৰছাত্ৰীদের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে চলা প্ৰতিবাদ সম্পর্কেই আয়োজন করা হয়েছিল। এই আলোচনার যখন প্ৰয়োজন ছিল তখন এই আলোচনা সভা সমর্থন পেয়েছিল এবং তারা আশা করেছিলেন প্ৰচুর ছাত্ৰ-ছাত্ৰী এই সভায় অংশ নেবে। তবে মহাবিদ্যালয় প্ৰশাসন আয়োজকদের পরবর্তী সময়ে আলোচনা সভা আয়োজন করার পরামর্শ দেন। শ্ৰীরাম কলেজ অফ কমার্সের এক ছাত্ৰ গজেন্দ্ৰ চৌধুরী বলেন সে আমরা বক্তাদের পটভূমি খতিয়ে দেখেছিলাম এবং এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছিলাম যে সব বক্তাই বামপন্থী গোষ্ঠীর। আর সেজন্যই আলোচনাচক্ৰ বাতিল করার জন্য আমরা প্ৰশাসনকে অনুরোধ করেছিলাম’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Review Meeting on Government Schemes held at Jamugurihat in Sonitpur

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com