গুয়াহাটি সহ ছটি বিমানবন্দর বেসরকারি হাতে যাচ্ছে

গুয়াহাটি সহ ছটি বিমানবন্দর বেসরকারি হাতে যাচ্ছে
Published on

নয়াদিল্লিঃ কেন্দ্ৰীয় মন্ত্ৰিসভা গুয়াহাটি সহ দেশের ছটি বিমানবন্দরকে বেসরকারি হাতে তুলে দেওয়ার বিষয়টিতে বৃহস্পতিবার অনুমোদন জানিয়েছে। গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দর সহ তিরুবনন্তপুরম,আহমেদাবাদ,জয়পুর,লখনৌ এবং বেঙ্গালুরু রয়েছে এই তালিকায়। কেন্দ্ৰীয় মন্ত্ৰিসভার এক বৈঠকে এই বিমানবন্দরগুলি বেসরকারি হাতে লিজে দেওয়ার প্ৰস্তাবটিতে অনুমোদন জানানো হয়।

পাবলিক প্ৰাইভেট পার্টনারশিপের(পিপিপি)অধীনে এই বিমানবন্দরগুলির পরিচালনা,ব্যবস্থাপনা ও উন্নয়নের বিষয়টি দেখাশোনা করা হবে। পিপিপি মডেলের অধীনে বিমানবন্দরগুলি লিজে দেওয়ার বিষয়টি মন্ত্ৰিসভা নীতিগতভাবে অনুমোদন জানিয়েছে। জনৈক সরকারি কর্মকর্তা এক বিবৃতিতে একথা জানান। বর্তমানে দিল্লি,মুম্বই,বেঙ্গালুরু,হায়দরাবাদ এবং কোচিন বিমাননন্দর পিপিপি মডেলের অধীনে পরিচালিত হছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com