দেনা ব্যাংক,ব্যাংক অফ বরোদা ও বিজয়া ব্যাংক শামিলকরণের প্ৰস্তাব কেন্দ্ৰের

দেনা ব্যাংক,ব্যাংক অফ বরোদা ও বিজয়া ব্যাংক শামিলকরণের প্ৰস্তাব কেন্দ্ৰের
Published on

রাজ্য চালিত তিনটি ব্যাংক অর্থাৎ ব্যাংক অফ বরোদা,দেনা ব্যাংক ও বিজয়া ব্যাংককে একসঙ্গে শামিলকরণে সোমবার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্ৰীয় সরকার। এই ব্যাংকগুলির মূলধনের যে চাহিদা রয়েছে তা হ্ৰাস করতে এবং ব্যাংকগুলির ব্যালেঞ্চ শিটে একটা পরিচ্ছন্নতা আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতীয় স্টেট ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক লিমিটেড-এর ব্যবসার পরিমাণ ১৪.৮২ ট্ৰিলিয়নেরও বেশি।

অর্থমন্ত্ৰী অরুণ জেটলির নেতৃত্বে কেন্দ্ৰীয় মন্ত্ৰিসভার এক প্যানেল বৈঠকে রাজ্যচালিত এই তিনটি ব্যাংক শামিলকরণের প্ৰস্তাবটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়। প্যানেলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন প্ৰতিরক্ষামন্ত্ৰী নির্মলা সীতারমন এবং রেলমন্ত্ৰী পীউস গোয়েল।

অর্থমন্ত্ৰী জেটলির মতে,দুর্বল কোনও ব্যাংক শামিলকরণে তেমন গুরুত্ব দিচ্ছে না কেন্দ্ৰ। দুটো শক্তিশালী ব্যাংকই তৃতীয় একটি ব্যাংকের দায়িত্ব নিতে পারে-বলেন জেটলি। ‘তবে শামিলকরণ হলেও কর্মীদের কোনও প্ৰতিকূল পরিস্থিতির মুখে পড়তে হবে না’। বর্তমানে শামিলকরণের প্ৰস্তাবটি সম্পর্কে ব্যাংকগুলির ব্যক্তিগত বোর্ডের অনুমোদনের প্ৰতীক্ষা করা হচ্ছে। তবে ব্যাংকের বোর্ডগুলি শীঘ্ৰই এব্যাপারে বৈঠক করে সিদ্ধান্ত নেবে বলে জেটলি জানান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com