পুলওয়ামার শহিদ পরিবারের সাহায্যে ৫ কোটি দিচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার

পুলওয়ামার শহিদ পরিবারের সাহায্যে ৫ কোটি দিচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার
Published on

গুয়াহাটিঃ বলিউড তারকা অক্ষয় কুমার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের আক্ৰমণে শহিদ হওয়া সিআরপিএফ জওয়ানদের পরিবারের সাহায্যে ৫ কোটি টাকা সাহায্য দিচ্ছেন। তিনি শহিদ পরিবারের সাহায্যে সঙ্কলকে সাধ্যানুসারে সাহায্য করারও আহ্বান জানান।

কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰক ভারতের বীর শহিদদের জন্য ‘ভারতকে বীর গভ.ইন’ তহবিল খোলার যে পদক্ষেপ নিয়েছে অক্ষয় কুমার ওই তহবিলে ৫ কোটি টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। ৫১ বছর,বয়সী এই অভিনেতা তাঁর প্ৰায় ৩০ মিলিয়ন অনুগামীর উদ্দেশেও পুলওয়ামার শহিদ পরিবারের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন,পুলওয়ামার এই নারকীয় নরসংহার কোনওদিন ভোলা যাবে না। ‘আমরা সবাই ক্ষোভে ফুঁসেছি। তাই এখন কিছু করার সময় এসে গেছে। ভারতকে বীর গভ.ইন-এর মাধ্যমে পুলওয়ামার শহিদ পরিবারের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শহিদের প্ৰতি শ্ৰদ্ধা ও সমর্থন জানানোর এর থেকে উত্তম পন্থা আর কিছু নেই’।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com