প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীকে ফাঁপা লোক বললেন চন্দ্ৰবাবু নাইডু

প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীকে ফাঁপা লোক বললেন চন্দ্ৰবাবু নাইডু
Published on

নরেন্দ্র মোদী একটা ফাঁপা লোক, যিনি দেশের জন্য কিছুই করেননি।’ প্রধানমন্ত্রীকে এ ভাবেই তীব্র আক্রমণ করলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

দেশের মানুষের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, এমনকি গুজরাতের মানুষকেও তিনি ঠকিয়েছেন বলে দাবি করেন চন্দ্রবাবু। তাঁর কথায়, “সংসদে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও অন্ধ্রের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করেননি মোদী।”তিনি আরও যোগ করেন, “আমরা মোদীর সব কথা বিশ্বাস করেছি। গোটা দেশ বিশ্বাস করেছে। কিন্তু এখন সবাই বুঝতে পারে ঠকেছে।”‘পেশি শক্তি’ এবং ‘টাকার জোর’ দেখিয়ে মোদী সবাইকে ব্ল্যাকমেল করেছেন, এমন গুরুতর অভিযোগ করেন চন্দ্রবাবু। পাশাপাশি রাফাল নিয়ে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় ইংরেজি ব্যাকরণ নিয়েও মোদী এবং কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।তেলঙ্গানা এবং গুজরাতের তুলনা টেনে চন্দ্রবাবু বলেন, “১২ বছর ক্ষমতায় থেকেও গুজরাতের কী হল? মাথা পিছু আয়ের নিরিখে গুজরাতের থেকে অনেক এগিয়ে তেলঙ্গানা। কয়েক বছরের মধ্যে অন্ধ্রও গুজরাতকে পেরিয়ে যাবে।”চন্দ্রবাবুর অভিযোগ, বিশেষ প্যাকেজ পেলে অন্ধ্রপ্রদেশ গুজরাতের থেকে এগিয়ে যাবে, শুধুমাত্র এই কারণেই মোদী চন্দ্রবাবুদের জন্য প্যাকেজের ঘোষণা করেননি, এমন অভিযোগও করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com