বন্যাবিধ্বস্ত কেরলের পাশে সারা দেশ রয়েছে,অভয় দিলেন প্ৰধানমন্ত্ৰী মোদি

বন্যাবিধ্বস্ত কেরলের পাশে সারা দেশ রয়েছে,অভয় দিলেন প্ৰধানমন্ত্ৰী মোদি
Published on

নয়াদিল্লিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি রবিবার বন্যা বিধ্বস্ত কেরলের প্ৰতি একাত্মতা ও সহানুভূতি প্ৰকাশ করেছেন। একইসঙ্গে মোদি বলেন,সারা দেশের সর্বস্তরের মানুষ কেরলের দুর্দশাগ্ৰস্ত মানুষের প্ৰতি সহানুভূতি,সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন। ‘বর্তমান সময়ে কেরলের ওপর দুর্যোগের ঘনঘটা চলছে। এই দুঃসময়ে সারা দেশ কেরলের সঙ্গে রয়েছে। বন্যা,ভুমিস্খলনে যাঁরা প্ৰিয়জনকে হারিয়েছেন তাদের প্ৰতি আমাদের আত্মিক সহানুভূতি রয়েছে।

যাঁরা প্ৰাণ হারিয়েছেন তাদের ক্ষতি কখনোই পূরণ করা যাবে না। তবে আমি শোকগ্ৰস্ত পরিবারগুলোকে আশ্বাস দিচ্ছি দুঃখ,কষ্টের এই মুহূর্তে দেশের ১২৫ কোটি মানুষ কেরলের পাশে রয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ পর্বে কথাগুলি বলেন প্ৰধানমন্ত্ৰী। কেরলের ভয়াবহ প্ৰাকৃতিক দুর্যোগে যারা আহত হয়েছেন তাদের আশু আরোগ্য কামনা করেন তিনি। আমার বিশ্বাস সাহস,উৎসাহ ও ধৈর্যের সঙ্গে দুর্যোগের মোকাবিলা করে আবার মাথা তুলে দাঁড়াবে কেরল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com