গুয়াহাটিঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী তথা তৃণমূল কংগ্ৰেস সুপ্ৰিমো মমতা ব্যানার্জি নরেন্দ্ৰ মোদিকে একজন অযোগ্য প্ৰধানমন্ত্ৰী হিসেবে অভিহিত করেন।প্ৰধানমন্ত্ৰীকে আক্ৰমণ করে ব্যানার্জি বলেন,‘আমি আমার ক্যারিয়ারে বেশকজন প্ৰধানমন্ত্ৰীকে দেখেছি এবং আমি নিজেও কেন্দ্ৰীয় মন্ত্ৰী ছিলাম ও অনেক প্ৰধানমন্ত্ৰীর অধীনে কাজও করেছি। কিন্তু এখন প্ৰধানমন্ত্ৰীর আসনে থাকা মোদি অত্যন্ত অযোগ্য’।
মমতা আরও অভি্যোগ করেন,ন্যূনতম রাজনৈতিক সৌজন্য বোধটুকুও মোদির নেই এবং তিনি যে বাংলা সংস্কৃতি সম্পর্কে একটুও অবহিত নন তা পশ্চিমবঙ্গের আমডাঙায় তাঁর ভাষণ থেকেই বোঝা গেছে।
ন্যূনতম রাজনৈতিক সৌজন্য বোধটুকুও মোদি জানেন না বলে উল্লেখ করে মমতা বলেন,মোদি তাঁর বিরোধীদের উদ্দেশে যে ভাষা ব্যবহার করছেন তাতেই তা বোঝা যায়। তিনি কোনও সংস্কৃতিকে শ্ৰদ্ধা করেন না এবং বাংলা সংস্কৃতি সম্পর্কে বিন্দুমাত্ৰ জ্ঞানও তাঁর নেই। মমতা আরও বলেন,মোদি প্ৰত্যেককে তাঁর দাস বলে ভাবেন।
প্ৰধানমন্ত্ৰী গত সোমবার দাবি করেছেন ৪০ জন টিএমসি(তৃণমূল কংগ্ৰেস)বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাই মমতা ব্যানার্জিকে বাঁচানোর মতো কিছুই থাকবে না। সোমবার এক জনসভায় মোদি বলেছেন,২৩মে সব জায়গায় পদ্মফুল ফুটবে এবং টিএমসি-র ৪০ জন বিধায়ক মমতার সঙ্গ ছাড়বেন।
মমতা আরও অভিযোগ করেন,প্ৰচার মাধ্যম এবং প্ৰতিষ্ঠানগুলোকেও মোদি কুক্ষিগত করেছেন এবং কেন্দ্ৰে বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে লিনচিঙের ঘটনা দ্ৰুত বৃদ্ধি পাচ্ছে বলে মমতা দাবি করেন। নির্বাচনে বিজেপি দুর্নীতিকে প্ৰশ্ৰয় দিয়েছে অভি্যোগ করে মমতা বলেন,যারা আগে খাকি প্যান্ট পরতো এখন তারাই মানুষকে টাকা বিলোচ্ছে। তৃণমূল জমানায় সরস্বতী পুজো,দুর্গা পুজোয় অনুমতি দেওয়া হয় না বলে মোদি যে অভিযোগ করেছেন তার জবাবে মমতা মোদিকে পশ্চিমবঙ্গে সব পুজো স্থলগুলি ঘুরে দেখার আহ্বান জানান। এখানে সব শ্ৰেণির মানুষ তাদের উৎসব সম্প্ৰীতির সঙ্গে পালন করছে এবং বসবাস করছে ভালবাসা,সম্প্ৰীতির বাঁধনে।